• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

খেলা

পেনাল্টি-লাল কার্ড বিতর্ক চলছেই

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৩ এপ্রিল ২০১৮

উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের পক্ষে রেফারিদের পক্ষপাতিত্বের অভিযোগ অনেক পুরনো। এই মৌসুমেই শেষ ষোলোর প্রথম লেগে রেফারির বিরুদ্ধে রিয়ালের পক্ষে বাঁশি বাজানোর অভিযোগ করে পিএসজি। গত মৌসুমের সেমিফাইনালে একই অভিযোগ তুলেছিল বায়ার্ন মিউনিখও। অতীতের ধারাবাহিকতায় আবারো রিয়াল মাদ্রিদের পক্ষে রেফারির পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। জুভেন্টাসের বিপক্ষে শেষ মুহূর্তে পেনাল্টি দেন ম্যাচের রেফারি মাইকেল অলিভার। শুধু তাই নয়, জুভদের অধিনায়ক জিয়ান লুইজি বুফনকে লাল কার্ডও দেখান তিনি। এতে ফুঁসে ওঠে বিতর্কের আগুন। সেই আগুনে ঘি ঢাললেন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান। তার মতে, বুফনকে লাল কার্ড দেওয়া সঠিক হয়নি।

অন্য বুফন-ভক্তদের মতো রিয়াল কোচেরও বিশ্বাস- ইতালির অন্যতম সেরা এই গোলরক্ষককে আবারো দেখা যাবে চ্যাম্পিয়নস লিগে। তবে লাল কার্ড দেখে জুভদের অধিনায়কের মাঠ থেকে বেরিয়ে যাওয়ার কিছুই মানতে পারছেন না জিদান, ‘আমি মনে করি না এভাবে বেরিয়ে যাওয়াটা তার প্রাপ্য ছিল। কিন্তু ব্যাপারটা তো আর শোধরানো যাবে না। ম্যাচের শেষে যা ঘটেছে তা খেলাটির প্রতি বুফনের অবদানকে কোনোভাবেই বদলে দেবে না কিংবা কেড়ে নেবে না। সে দুর্দান্ত খেলোয়াড় এবং চ্যাম্পিয়নস লিগে সম্ভবত এটাই তার শেষ ম্যাচ নয়।’

জিদানের মতো ক্রিশ্চিয়ানো রোনালদোও প্রত্যাশা করেন চ্যাম্পিয়নস লিগে খেলবেন বুফন। কিন্তু পেনাল্টি নিয়ে জুভেন্টাসের প্রতিবাদের কোনো কারণ দেখছেন না রোনালদো। রিয়ালের পর্তুগিজ তারকার দাবি- ‘এটা নিশ্চিত পেনাল্টি ছিল। আমি কিছুতেই বুঝতে পারছি না জুভেন্টাসের খেলোয়াড়রা কেন প্রতিবাদ করছে। লুকাসকে পেছন থেকে ট্যাকল করা হয়েছে। যদি তাকে এভাবে ট্যাকল করা না হতো, তাহলে ওটা গোল হতো। পেনাল্টির সিদ্ধান্ত তাই যৌক্তিক। এটা আসলেই পেনাল্টি ছিল।’

কিন্তু এসব যুক্তি কিছুতেই মানতে রাজি নন জুভেন্টাসের খেলোয়াড়রা। ডিফেন্ডার চিয়েলিনি সরাসরি বলছেন, তাদের কাজ থেকে ম্যাচটি ডাকাতি করা হয়েছে। এজন্য রেফারিকে রিয়াল কত টাকা দিয়েছে সেই প্রশ্নও করেন ইতালিয়ান এই ডিফেন্ডার, ‘আমার ক্যারিয়ারে এটাই সবচেয়ে বড় ডাকাতি। এটা স্পষ্ট যে, চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ সব সময়ই এই বিশেষ সুবিধা পায়। আজো তার ব্যতিক্রম হয়নি। গত বছর কী ঘটেছিল, সেটা এখনো বায়ার্ন মিউনিখ মনে রেখেছে। আমার খুব জানতে ইচ্ছে করছে রিয়াল রেফারিকে কী পরিমাণ টাকা দিয়েছে।’

এদিকে আরো একধাপ এগিয়ে গেছেন জুভেন্টাসের গোলরক্ষক ও অধিনায়ক বুফন। চ্যাম্পিয়নস লিগে প্রথমবারে মতো লাল কার্ড দেখে বেজায় চটেছেন তিনি। রেফারিকে পশুর সঙ্গেই তুলনা করেছেন তিনি, ‘ম্যাচের ৯৩ মিনিটে পেনাল্টি দেওয়াটা পশুর কাজ।’

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল জুভেন্টাস। কিন্তু রিয়ালের মাঠে ফিরতি লেগে ৬০ মিনিটের মধ্যেই সেই ৩ গোল শোধ করে ফেলে জুভেন্টাস। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি গোলে সেমিতে জায়গা করে নেয় রিয়াল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads