• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯

খেলা

জুলাইয়ে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় ক্রিকেট

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৩ এপ্রিল ২০১৮

বিশ্বকাপের মূল পর্বে খেলার জন্য ফেবারিট ছিল জিম্বাবুয়ে। কিন্তু সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হেরে যাওয়ায় সুযোগ নষ্ট করে তারা। বিশ্বকাপের টিকেট পায়নি জিম্বাবুয়ে। আর এই ব্যর্থতার দায়ে কোচিং স্টাফের সবাইকে বরখাস্ত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। এবার দলকে নতুন করে সাজানোর পরিকল্পনার প্রথম ধাপে আফ্রিকার দেশটি আগামী জুলাই মাসে একটি ত্রিদেশীয় সিরিজের অয়োজন করবে পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে নিয়ে।

সফরকারী দুই দলের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। এরপর পাকিস্ত্তানের বিপক্ষে নামবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে। অবশ্য সফরকারী দুই দলের বিপক্ষে কোনো টেস্ট খেলবে না জিম্বাবুয়ে।

জিম্বাবুয়েতেই বসেছিল ২০১৯ বিশ্বকাপের বাছাই পর্ব। এ প্রতিযোগিতা থেকে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বে নাম লেখায় আফগানিস্তান। ভালো খেলেও বিশ্বকাপ থেকে বাদ পড়ে জিম্বাবুয়ে।

যদিও আইসিসির এফটিপিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক টেস্ট ও পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট খেলার কথা ছিল তাদের। কিন্তু নতুন করে দল সাজানোর পরিকল্পনায় টেস্ট খেলতে আগ্রহী নয় জেডসি। নিজেদের গুছিয়ে নিয়েই ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটে নামতে চায় তারা। ঘুরে দাঁড়ানোর মিশনে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ তাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads