• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

খেলা

ফেড কাপের সেমিতে নেই সেরেনা-ভেনাস

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৩ এপ্রিল ২০১৮

ডব্লিউটিএ ট্যুরের প্রতিযোগিতামূলক টেনিসে ফিরে ভালো করতে পারেননি সেরেনা উইলিয়ামস। দুটি টুর্নামেন্ট খেলেই ভক্ত সমর্থকদের হতাশ করেছেন এই মার্কিন সুপারস্টার। ইন্ডিয়ান ওয়েলসের তৃতীয় রাউন্ডে বড় বোন ভেনাসের কাছে ধরাশায়ী হন এই টেনিস কিংবদন্তি। আর মিয়ামি ওপেনে জাপানের নাওমি ওসাকার কাছে হার মেনে বিদায় নেন প্রথম রাউন্ড থেকে। এমন পারফরম্যান্সে সাবেক এই নাম্বার ওয়ান বুঝতে পারেন ফর্ম আর ফিটনেস ফিরে পেতে আরো একটু সময় লাগবে। পাশাপাশি অনুধাবন করেন, প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ নিয়ে আর স্বাস্থ্যগত জটিলতা কাটিয়ে টেনিস কোর্টে ফেরার সিদ্ধান্ত নিতে একটু তাড়াহুড়োই করে ফেলেছেন। তাই বাড়তি একটু বিশ্রাম খুঁজে নিলেন অলিম্পিকে চার স্বর্ণজয়ী এই অ্যাথলেট। কাঁধ থেকে ঝেড়ে ফেললেন বাড়তি দায়িত্ব। চলতি মাসে ফ্রান্সের বিপক্ষে ফেড কাপের সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন সেরেনা। তার সঙ্গে আসরের শেষ চারের পর্ব থেকে নাম প্রত্যাহার করেছেন ভেনাস উইলিয়ামসও। ইউএস টেনিস অ্যাসোসিয়েশন (ইউএসটিএ) জানিয়েছে, আগামী ২১-২২ এপ্রিল এইক্স-এন-প্রোভেন্সে সেমিফাইনালে খেলতে ফ্রান্স সফরে যাচ্ছেন না সেরেনা-ভেনাস।

যুক্তরাষ্ট্রের তারকা দুই বোনই অবশ্য ফেব্রুয়ারিতে নর্থ ক্যারোলাইনায় খেলেছিলেন জন্মভূমির হয়ে। নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দুটি একক ম্যাচেই জয় পান ৩৭ বছরের ভেনাস। তবে সেরেনা কোনো একক ম্যাচ খেলেননি। মেয়ে অ্যালেক্সিস অলিম্পিয়া ওহানিয়ান জুনিয়রকে পৃথিবীতে স্বাগত জানানো আর ফুসফুসে অস্ত্রোপচারের ধকল কাটিয়ে উঠতে ১৩ মাস কোর্টের লড়াইয়ে দর্শক হয়ে ছিলেন ২৩ গ্র্যান্ডস্লামের মালিক। ফেড কাপের শেষ আটের লড়াইয়ের মধ্য দিয়ে র্যাকেট হাতে কোর্টে ফেরেন ৩৬ বছরের সেরেনা। ডাচ জুটির বিপক্ষে বোন ভেনাসের সঙ্গে দ্বৈত ম্যাচ খেলে হেরে যান ২০১২ লন্ডন অলিম্পিকে একক স্বর্ণজয়ী সেরেনা। কিন্তু তারপরও ৩-১ ম্যাচে জয়ের ব্যবধানে প্রতিপক্ষ নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যায় বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads