• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

খেলা

প্রত্যাশা পূরণে ব্যর্থ সুরাইয়া

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৩ এপ্রিল ২০১৮

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসের শুটিং ডিসিপ্লিন থেকে আবদুল্লাহ হেল বাকী ও শাকিল আহমেদ বাংলাদেশকে রৌপ্যপদক এনে দিলেও প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন অন্যরা। পুরুষদের ৫০ মিটার পিস্তল ইভেন্টে শাকিল সাফল্য পেলেও গতকাল বৃহস্পতিবার মহিলাদের ৫০ মিটার রাইফেল প্রোন ইভেন্টে জ্বলে উঠতে পারলেন না সুরাইয়া আক্তার। ২০ প্রতিযোগীর মধ্যে তিনি ১৪তম স্থান লাভ করেন। এ ইভেন্টে লাল-সবুজদের পক্ষে খেলা আরেক শুটার শারমিন শিল্পা হয়েছেন ১৭তম।

গত ৮ এপ্রিল আবদুল্লাহ হেল বাকী ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে খেলতে নেমে স্বর্ণপদক জয়ের খুব কাছ থেকে ফিরে এলেও কমনওয়েলথ গেমসে এ ইভেন্টে টানা দ্বিতীয় রৌপ্যপদক জিতে দেশের মর্যাদা বাড়িয়ে দেন। গেমসের আগের আসরে গ্লাসগোতেও বাকী তার প্রিয় এই ইভেন্টে রৌপ্য জিতেছিলেন। গোল্ড কোস্টে বাকীর সাফল্যে উজ্জীবিত ছিলেন বাংলাদেশ দলের শুটাররা। যার ধারাবাহিকতায় তার রৌপ্য জয়ের চার দিনের মাথায় আরেকটি রৌপ্যপদক জমা পড়ে বাংলাদেশের ঝুলিতে ।

পুরুষদের ৫০ মিটার পিস্তল ইভেন্ট থেকে পদক এনে দেন ২২ বছর বয়সী তরুণ শুটার শাকিল। পরপর দুটি সাফল্য পেয়ে আকাশে উড়তে থাকা বাংলাদেশ শুটিং দলের সবারই ধারণা জন্মে মেয়েদের ৫০ মিটার রাইফেল প্রোনেও কিছু একটা করে দেখাবেন সুরাইয়া। কিন্তু না, পারলেন না তিনি। চরম ব্যর্থ হয়েছেন শারমিনও।

ব্রিসবেনের বেলমন্ট শুটিং সেন্টারের রেঞ্জে নিজ ইভেন্টে খেলতে নেমে সুরাইয়া করেন ৬০৪.৩ পয়েন্ট। আর শারমিন ৫৯৯.২। ফলে দুজনকেই ছিটকে পড়তে হয় গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমস থেকে। ৬২১.০ পয়েন্ট করে এ ইভেন্ট থেকে স্বর্ণপদক জিতে নিয়েছেন সিঙ্গাপুরের মার্টিনা লিন্ডসে। তিনি গেমস রেকর্ডও গড়েন। ৬১৮.৯ পয়েন্ট নিয়ে রৌপ্য জিতেছেন ভারতের তেজস্বিনী শ্রাবন্ত এবং ৬১৪.১ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জপদক পান স্কটল্যান্ডের শুটার সিয়োনাইড মেসিনটো।

শুটিং ডিসিপ্লিনে আজ শুক্রবার বাংলাদেশের সুরাইয়া আক্তার ও শারমিন শিল্পা ফের রেঞ্জে নামবেন। তারা ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে খেলবেন।

এদিকে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে বাংলাদেশের কুস্তি প্রতিযোগিতা গতকাল শুরু হয়েছে। এদিন লাল-সবুজদের সেরা পুরুষ কুস্তিগীর আলী আমজাদ ফ্রিস্টাইল ৭৪ কেজি ওজনশ্রেণির প্রথম রাউন্ড টপকালেও দ্বিতীয় রাউন্ডে এসে ধরাশায়ী হয়েছেন।

কারারা স্পোর্টস এরিনায় আলী আমজাদ খেলেন কিরিবাতির লোয়াবো টিটুর বিপক্ষে। রিংয়ে নেমে আমজাদ সরাসরি কোনো পয়েন্ট না পেলেও ১০ টেকনিক্যাল পয়েন্ট তুলে নেন। লোয়াবো কোনো টেকনিক্যাল পয়েন্টই পাননি। ফলে জয় পেয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পান আমজাদ। দ্বিতীয় রাউন্ডে এসে সেই হতাশাই দেখতে হয় বাংলাদেশ দলকে। খেলতে নেমে আমজাদ দাঁড়াতেই পারেননি নাইজেরিয়ান কুস্তিগীর এবিমিয়েন ফাগে আসিজিকার্ডের সামনে। লড়াইয়ে সরাসরি ধরাশায়ী হয়ে গেমস থেকে ছিটকে পড়েন আমজাদ।

আজ কারারা স্পোর্টস এরিনায় বাংলাদেশের সেরা নারী কুস্তিগীর শিরিন সুলতানা খেলবেন মহিলাদের ফ্রিস্টাইল ৬৮ কেজি ওজনশ্রেণিতে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads