• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

ফুটবল

বায়ার্নের জয়

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৬ এপ্রিল ২০১৮

পাঁচ ম্যাচ হাতে রেখেই বায়ার্ন মিউনিখ টানা ষষ্ঠ বুন্দেসলিগা শিরোপা নিজেদের দখলে নিয়ে ফেলেছে আগেই। জার্মান লিগের বাকি ম্যাচ জার্মান জায়ান্ট ক্লাবটির জন্য শুধুই আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতা সাড়ার অংশ হিসেবে চলতি মৌসুমে জার্মান লিগ শিরোপা নিশ্চিতের পর এই প্রথম মাঠে নামল তারা। মাঠের লড়াইয়ে আধিপত্য ধরে রেখে পয়েন্ট ব্যবধানটা ২৩-এ বাড়িয়ে নিল তালিকার শীর্ষে থাকা দলটি। শনিবার রাতে ঘরের মাঠে শুরুতে পিছিয়ে পড়েও অতিথি দল বরুশিয়া মনচেনগ্লাডবাখকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বাভারিয়ানরা।

নিজেদের মাঠ অ্যালিয়াঞ্জ এরিনার ম্যাচে দলে অনেক পরিবর্তন আনেন বিদায়ী কোচ জুপ হেইঙ্কেস। সেরা একাদশের বেশ কয়েকজন ফুটবলারকে বিশ্রামে পাঠিয়ে দেন তিনি। বুধবার রাতে সেভিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে (দুই লেগ মিলিয়ে ২-১ গোলে) চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠা দলের সাতজনকে বেঞ্চে বসিয়ে রাখেন কোচ। যে কারণে ম্যাচের প্রথম দিকটায় একটু গড়বড় হয়ে গিয়েছিল বায়ার্নের রক্ষণভাগে। এর মূল্যও দিতে হয়েছে নতুন কোচ নিকো কোভ্যাককে স্বাগত জানানোর অপেক্ষায় থাকা স্বাগতিক শিবিরকে। ম্যাচের ৯ মিনিটের মাথায় জোশিপ ড্রিমিকের গোলে লিড পেয়ে যায় মনচেনগ্লাডবাখ।

তবে ৪১ মিনিটের মধ্যে জোড়া গোল করে বায়ার্নকে ২-১ গোলে এগিয়ে নিয়ে যান স্ট্রাইকার সান্দ্রো ওয়াগনার। জার্মান ফরোয়ার্ডের দুটো গোলেই ক্রসশটে বল পাঠিয়ে অবদান রাখেন টমাস মুলার। দশ মিনিট বাদে প্রতিপক্ষের জালে বায়ার্নের হয়ে তৃতীয়বার বল জড়ান থিয়াগো আলকান্টারা। ২০ গজ দূর থেকে দর্শনীয় গোল করে মিউনিখের ফুটবলপ্রেমীদের আনন্দের বন্যায় ভাসান ডেভিড আলাবা। ম্যাচ শেষের বাঁশি বাজার ৮ মিনিট আগে দলীয় পঞ্চম গোলে মনচেনগ্লাডবাখের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন পোলিশ তারকা প্লেমেকার রবার্ট লেওয়ানডোস্কি। সুবাদে লিগে ঘরের মাঠে হার না মানার রেকর্ডটা ৩৭ ম্যাচে নিয়ে গেল বায়ার্ন। দলের সঙ্গে রেকর্ড করে ফেলেছেন কোচ হেইঙ্কেসও। কোচ ও খেলোয়াড় হিসেবে ১০৩৪  বুন্দেসলিগা ম্যাচে অংশ নিয়ে স্পর্শ করেছেন নতুন মাইলফলক।

ট্রেবল জয়ের স্বপ্নে বিভোর বায়ার্ন এখন মনোযোগী জার্মান কাপ ও চ্যাম্পিয়নস লিগ ম্যাচ নিয়ে। লিগের আনুষ্ঠানিকতার ম্যাচগুলোকে তেমন গুরুত্ব দিচ্ছে না বর্তমান চ্যাম্পিয়নরা। তবে মনচেনগ্লাডবাখের বিপক্ষে ৫-১ গোলের বড় জয় অনুপ্রেরণা জোগাবে হেইঙ্কেস শিষ্যদের। মঙ্গলবার জার্মান কাপের সেমিফাইনালে তারা মুখোমুখি হবে বায়ার লেভারকুসেনের বিপক্ষে। ২৫ এপ্রিল ও ১ মে রাতে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসরের স্নায়ুক্ষয়ী ও মহাগুরুত্বপূর্ণ শেষচারের দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads