• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

ফুটবল

রেফারির স্ত্রী রোষানলে 

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৬ এপ্রিল ২০১৮

ইনজুরি টাইমে রিয়াল মাদ্রিদকে পেনাল্টি দিয়ে ফেঁসে গেছেন রেফারি মাইকেল অলিভার। পুরো ফুটবল দুনিয়ায় এ নিয়ে সমালোচনার ঝড় বইয়ে চলেছে। সেই ঝড় সামাল দিতে বেসামাল হয়ে উঠেছেন এই ইংলিশ ম্যাচ অফিসিয়াল। তবে অলিভার একা নন। প্রিমিয়ার লিগ রেফারির এমন বিতর্কিত সিদ্ধান্তের জেরে ব্যক্তিগত জীবনে ঝামেলা পোহাচ্ছেন তার স্ত্রীও। মোবাইল ক্ষুদে বার্তায় হুমকি পেয়েছেন মাইকেল অলিভারের সহধর্মিণী লুসি অলিভার। হুমকির এই বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

বুধবার রাতে ম্যাচের শেষ দিকে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সেই পেনাল্টি থেকে গোল উপহার দিয়ে স্প্যানিশ জায়ান্টের শেষ চারের টিকেট নিশ্চিত করেন। আর সান্টিয়াগো বার্নাব্যুতে সেই ম্যাচের নাটকীয় সমাপ্তিতে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেয় জুভেন্টাস। ৯৩ মিনিটে রেফারি মাইকেল অলিভারের এই বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদ করায় লাল কার্ড দেখেন জুভ গোলরক্ষক ও অধিনায়ক জিয়ানলুইগি বুফন। এ নিয়ে ম্যাচ শেষে ম্যাচ রেফারিকে সমালোচনার তীরে বিদ্ধ করেন ইতালিয়ান এই কিংবদন্তি ফুটবলার। ইতালিয়ান গণমাধ্যমও রেফারির বিরুদ্ধে সরব হয়ে ওঠে। জুভেন্টাস ভক্ত-সমর্থকদের রোষানলে পুড়ছেন রেফারি অলিভার ও তার স্ত্রী।

ঘটনার পরপরই কে বা কারা উইমেনস সুপার লিগ রেফারি লুসির মোবাইল নম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। এরপর থেকেই পুরুষদের নন-লিগ ফুটবলের এই অফিসিয়ালের মোবাইলে অবমাননাকর ও গালিগালাজপূর্ণ ক্ষুদে বার্তা আসতে থাকে। পুলিশ কর্মকর্তারা লুসির মোবাইল নম্বরটি এখন বন্ধ রেখেছে। অনেক লোকজন এই দম্পতির ঘরের দরজা পর্যন্তও পৌঁছে যান। অকথ্য গালাগাল দিয়ে ডাকবাক্সে ফেলে যান চিঠি। এ বিষয়টি নিয়েও তদন্তে নেমেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমেও জুভেন্টাসের কিছু সমর্থকের লক্ষ্যবস্তুতে পরিণত হন লুসি। তবে উল্টো ঘটনাও ঘটেছে। মিসেস অলিভারকে উত্ত্যক্ত করায় কিছু ইতালিয়ান ফুটবল সমর্থক পাশে দাঁড়িয়েছেন মিস্টার অলিভারের। টুইটারে তারা হ্যাশট্যাগ ইতালিয়া লাভস মাইকেল অলিভার নামে অ্যাকাউন্ট খুলে বিতর্কিত এই রেফারিকে সমর্থন জানিয়েছেন। বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ৬ হাজার টুইট বার্তা যোগ হয়েছে তাতে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads