• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

ফুটবল

সালাহর রেকর্ড

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৬ এপ্রিল ২০১৮

চলতি মৌসুমে অপ্রতিরোধ্য মোহাম্মদ সালাহ। জাদু দেখান চ্যাম্পিয়নস লিগ ও প্রিমিয়ার লিগে। শনিবার অ্যানফিল্ডে বুর্নেমাউথের বিপক্ষেও গোল করেন। তাতে কয়েকটি রেকর্ডের পাশে নিজের নাম লেখান। তার সঙ্গে সাদিও মানে ও ফিরমিনোর গোলে ৩-০ গোলে জয় পায় লিভারপুল।

ম্যাচের ৬৯ মিনিটে হেড করে বুর্নেমাউথের জালে বল জড়ান সালাহ। এবার ইংলিশ প্রিমিয়ার লিগে এটি তার ৩০তম গোল। তাতে লিগে অষ্টম খেলোয়াড় হিসেবে এক মৌসুমে ৩০ বা তার বেশি গোল করার কৃতিত্ব দেখান তিনি। আর প্রথম আফ্রিকান খেলোয়াড় হিসেবে এই রেকর্ড গড়েন।

সব ধরনের প্রতিযোগিতা মিলে মৌসুমে এটি তার ৪০তম গোল। রেডদের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে এক মৌসুমে ৪০ বা তার বেশি গোলের রেকর্ডের পাশে নিজের নাম লেখালেন। সবশেষ ১৯৮৬-৮৭ মৌসুমে রেডদের হয়ে এমন রেকর্ড গড়েন ইয়ান রাশ। ১৯৮৩-৮৪ মৌসুমেও রাশ একই কৃতিত্ব দেখান। রজার হান্ট রেকর্ডটি করেন ১৯৬১-৬২ মৌসুমে।

গোলের রেকর্ড করার সঙ্গে প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জয়ের পথেও এগিয়ে গেলেন মোহাম্মদ সালাহ। গত দুই মৌসুমে পুরস্কারটি টটেনহ্যামের হ্যারি কেন দখলে রাখেন। এবার তার চেয়ে পাঁচ গোলে এগিয়ে আছেন মিসরীয় ফুটবলার। অবশ্য কেনের হাতে এক ম্যাচ বেশি বাকি আছে।

সালাহর সামনে আরো রেকর্ডের হাতছানি। আর মাত্র পাঁচটি গোল করলে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের মালিক হবেন তিনি। অ্যালান শিয়েরার ও অ্যান্ডি কোল ৩৪ গোল নিয়ে রেকর্ডটি ধরে রেখেছেন। লিভারপুলের হয়ে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের মালিক ইয়ান রাশ। ১৯৮৩-৮৪ মৌসুমে ৪৭ গোল করেন তিনি। সব মিলিয়ে আর ৮টি গোল হলে সেটিও নিজের করতে পারবেন ‘মিসরের রাজা’।

সালাহর রেকর্ডের দিন লিভারপুলও রেকর্ড গড়ে। ঘরের মাটিতে তারা ১৯ ম্যাচ অপরাজিত। ২০০৯ সালের পর সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড এটি।

বুর্নেমাউথের বিপক্ষে খেলার ৭ মিনিটে গোল করেন সাদিও মানে। এর ফলে প্রিমিয়ার লিগের ইতিহাসে সেনেগালের খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়েন। ছাড়িয়ে যান ডেম্বা বাকে (৪৩)।

খেলার ৬৯ মিনিটে আর্নোল্ডের পাস দেওয়া বল থেকে গোল করেন মোহাম্মদ সালাহ। আর ম্যাচের ৯০ মিনিটে শেষ গোলটি করেন ফিরমিনো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads