• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

ফুটবল

শিরোপার পথে জুভেন্টাস

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৭ এপ্রিল ২০১৮

চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়। রিয়াল মাদ্রিদের মাঠে হারে রেফারির বাজে সিদ্ধান্তে। বুফন দেখেন লাল কার্ড। তাতে যেন পুরো ক্লাব বিধ্বস্ত হয়। অবশেষে সেখান থেকে ঘুরে দাঁড়ায়। ঘরের মাঠে সাম্পাদরিয়ার বিপক্ষে জয় তুলে নেয় ৩-০ গোলে। এগিয়ে যায় সিরি আ’র শিরোপা জয়ের দৌড়ে।

এবার সিরি আতে তুমুল প্রতিযোগিতা চলে। জুভিদের ঘাড়ে নিঃশ্বাস ছাড়ে ন্যাপোলি। কিন্তু রোববার এসি মিলানের মাঠে ন্যাপোলি জিততে পারেনি। গোলশূন্য ড্র করে। সেই ফলাফল দেখেই মাঠে নামে জুভেন্টাস। পয়েন্ট ব্যবধান বৃদ্ধি করার সুযোগটি হাতছাড়া করেনি। ডগলাস কোস্টার অসাধারণ পারফরম্যান্সের সঙ্গে মানজুকিচ, হুবিডেস ও সেমি খেদিরার গোলে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে।

ন্যাপোলির চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে গেল জুভেন্টাস। লিগে এখনো ছয় ম্যাচ বাকি আছে। ৩২ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বর্তমান চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ন্যাপোলি। সমান ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে ল্যাজিও ও রোমা। এসি মিলান ড্র করলেও মাত্র ৫৩ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। আর জুভির কাছে হেরে যাওয়া সাম্পদরিয়া ৪৮ পয়েন্ট নিয়ে আছে নবম স্থানে।

অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে টানা নয় ম্যাচ অপরাজিত থাকার পর সাম্পদরিয়াকে স্বাগত জানায় জুভেন্টাস। কোচ ম্যাসিলিলিয়ানো আল্লেগ্রি বেশ সতর্ক ছিলেন। তাই ৪-৩-৩ ফরম্যাটে দল সাজান।

খেলার ৪৩ মিনিটে পিয়ানিচ চোট পেলে বদলি হিসেবে মাঠে নামেন ডগলাস কোস্টা। দুই মিনিট পরে তার ক্রস থেকে গোল করেন রিয়ালের বিপক্ষে দুই গোল করা মানজুকিচ। খেলার ৬০ মিনিটে জুভেন্টাসের লিডকে ডাবলে নিয়ে যান হুবিডেস। সিরি আ’তে এটি তার প্রথম গোল। এবারো গোলটিতে অবদান রাখেন কোস্টা। ব্রাজিলিয়ান ফুটবলারের ক্রস থেকে ভেসে ওঠা বল হেড করে জালে পাঠান হুবিডেস।

খেলার ৭৫ মিনিটে সফরকারীদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন সেমি খেদিরা। এই গোলে অবদান রেখে হ্যাটট্রিক করেন কোস্টা। সাম্পদরিয়া একটি গোলও শোধ করতে পারেনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads