• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

ফুটবল

রাশিয়া বিশ্বকাপ

‘মেসিকে নিয়ে দুঃশ্চিন্তার কিছু নাই’

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৮ এপ্রিল ২০১৮

আর্জেন্টিনার হয়ে গত দুটি প্রীতি ম্যাচে মাঠে নামতে পারেননি লিওনেল মেসি। চোট সমস্যার কারণে সাইডলাইনে বসে তার দলের করুণ হার দেখেন। স্পেনের মাটিতে ৬-১ গোলে হারে গত বিশ্বকাপের রানার্স আপ দলটি। তাতে আর্জেন্টাইন সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ। চোটের কারণে রাশিয়া বিশ্বকাপে না পাওয়া গেলে তাদের স্বপ্নের কবর হতে পারে। তবে বার্সেলেনো কোচ আর্নেস্তো ভালভার্দে আশ্বাস দিয়েছেন। বিশ্বকাপে মেসির যথেষ্ট পরিমাণ কর্মশক্তি থাকবে ও পুরো ফিট থাকবে বলে মনে করেন তিনি।

আগামী ১৪ জুন বিশ্বকাপের পর্দা উঠবে। তার আগে ক্লাবের হয়ে বেশি ম্যাচ খেললে মেসির সেরাটা পাওয়া নিয়ে শঙ্কা ভক্তদের মনে। তার বাইরে আছে চোটের ভয়। এই মুহূর্তে তিনি চোট পেলে হয়তো বিশ্বকাপ থেকে ছিটকে যাবেন।

বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে। তবে এখনও লিগ শিরোপা জেতা হয়নি। সামনে কোপা ডেল রে’র ফাইনাল আছে। ফলে মেসির বিশ্রাম পাওয়ার সম্ভাবনা কম।

আগামী মঙ্গলবার সেল্টা ভিগোর মাঠে নামবে বার্সেলোনা। এরপরই কোপা ডেল রে’র ফাইনালে সেভিয়ার মুখোমুখি। বার্সা কোচ ভালভার্দে জানিয়েছেন ফাইনালের আগের ম্যাচে তাকে বিশ্রাম দেয়া হতে পারে। তিনি বলেন, ‘অন্যদের মতো তাকেও বিশ্রাম দেয়ার সম্ভাবনা আছে।’

মেসিকে নিয়ে দুঃশ্চিন্তা না করার কথা বলে বার্সা কোচ বলেন, ‘তাকে নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। আগের দিন (ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের দিন) সে খুব ভালো খেলেছে।’

আর্জেন্টিনার সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তাদের শান্ত থাকা উচিত। কারণ বিশ্বকাপের জন্য এখনও মেসির অনেক প্রাণ চাঞ্চল্যতা আছে।’

সেল্ট ভিগোর বিপক্ষে এই মৌসুমে তিনবার মুখোমুখি হয় বার্সেলোনা। এর মধ্যে দু’বার ড্র করে। যদিও গত জানুয়ারিতে সর্বশেষ কোপা ডেল রে’তে ৫-০ গোলে জয় পায় তারা। কিন্তু সেল্টার তারকা ম্যাক্সি গোমেজকে নিয়ে ভালভার্দের ভয় আছে। লা লিগায় নিজের প্রথম মৌসুমে এই ফুটবলার ১৩ গোল করেছেন।

ভালভার্দে বলেন, ‘আমি মনে করি গত ডিসেম্বরে ন্যূ ক্যাম্পে ও কোপা ডেল রে’র প্রথম লেগের মতোই এই ম্যাচটি হবে। মাঠে তারা অনেক চাপ সৃষ্টি করবে। আমাদেরকে থামানোর চেষ্টা করবে। তবে আমাদের সেটা পার হতে হবে। এই মৌসুমে বার্সার বিপক্ষে সেল্টা অনেক ভালো করেছে। সেটা তাদের জন্য সুবিধা আর আমাদের জন্য অসুবিধার।’

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads