• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

খেলা

ফিরেই ছন্দে জকোভিচ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৮ এপ্রিল ২০১৮

ক্যারিয়ারের খারাপ সময় অনেকটাই কাটিয়ে উঠেছেন নোভাক জকোভিচ। কোর্টের লড়াইয়ে দাপিয়ে বেড়ানোর ফিটনেস আগেই ফিরে পেয়েছেন সাবেক এই নাম্বার ওয়ান। এবার পুরনো দুরন্ত ফর্ম খুজে পাওয়ার আভাস দিলেন সার্বিয়ান এই মহাতারকা। স্বদেশী দুসান লাজোভিচকে ৬-০ ও ৬-১ গেমে উড়িয়ে দিয়ে তার প্রমাণ দিলেন জকোভিচ।  সুবাদে মন্টে কার্লো মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেন ৩০ বছরের এই টেনিস মেগাস্টার। কোচ আন্দ্রে আগাসির সঙ্গে বিচ্ছেদের পর জকেভিচ এবার জুটি বেঁধেছেন দীর্ঘদিনের সাবেক কোচ মারিয়ান বাজদার সঙ্গে। দুজনের নতুন রসায়নে বেশ কাজও হচ্ছে। কোর্টে এমন অসাধারণ পারফরম্যান্সই তা বলে দিচ্ছে।

কনুই-র ইনজুরির কারনে অনেক দিন ছিলেন দর্শক হয়ে। যে কারণে র্যাঙ্কিং-র ১৩ নাম্বারে নেমে গেছেন জকোভিচ। আর গত বছর মন্টে কার্লো মাস্টার্সের পর এই প্রথম বাজদার সঙ্গে অনুশীলন করছেন তিনি। তবে পুরনো কোচের সঙ্গে প্রস্তুতি নিয়ে বেজায় খুশি মোনাকোর এই বাসিন্দা, ‘মন্টে কার্লোর কোর্টে অনুশীলন করছি। মনে হচ্ছে, যেন বাড়িতেই আছি। দারুণ খুশী আমি কারণ বাজদা আমার কাছে কোচের চেয়েও বেশি কিছু। তিনি আমার কাছে একজন ভাই বা একজন বাবার চেয়ে বেশি।’

চোটের জন্য দীর্ঘ দিন প্রতিযোগিতামূলক টেনিসের বাইরে ছিলেন জোকোভিচ। ম্যাচ খেলেছেন কম। কিন্তু তারপরও এগিয়ে যেতে চান ১২টি গ্র্যান্ডস্ল্যামের মালিক, ‘ইনজুরির কারণে গত ১২ মাস খুব বাজে সময় কেটেছে। বাস্তবতা হল, জুলাই থেকে মাত্র ছয় বা সাতটি ম্যাচ খেলেছি। ম্যাচ কম খেলায় আত্মবিশ্বাসটাও কমে গেছে। কিন্তু তারপরও আমি এগিয়ে যেতে চাই।’

ম্যাচ জিততে এক ঘন্টারও কম সময় লেগেছে জকোভিচের। চলতি মৌসুমে এটিপি ট্যুর ইভেন্টে এই প্রথম জয় ছিনিয়ে নিলেন ৬৮ ট্রফির এই মালিক। এর আগে ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামি ওপেনের প্রথম রাউন্ডে হেরে যান যথাক্রমে টারো ড্যানিয়েল ও বেনোয়েত পেরের কাছে। দ্বিতীয় রাউন্ডে জকোভিচ লড়বেন ক্রোয়েশিয়ার বোরনা কোরিচের বিপক্ষে। আর মন্টে কার্লোর দুই বারের চ্যাম্পিয়ন জকোভিচের সঙ্গে কোয়ার্টার ফাইনালে দেখা হয়ে যেতে পারে ক্লে-কোর্টের রাজা স্প্যানিশ সুপারস্টার রাফায়েল নাদালের।

জকোভিচরে সঙ্গে দ্বিতীয় রাউন্ডের সঙ্গী হয়েছেন কেই নিশিকোরি। জাপানের এই তারকা ৪-৬, ৬-২ ও ৬-১ গেমে ধরাশায়ী করেন ১২তম বাছাই চেক প্রজাতন্ত্রের টমাস বার্দিচকে। জিতেছেন মিলোস রাওনিচও। কানাডিয়ান এই তারকা ৩-৬, ৬-২ ও ৬-৩ গেমে হারান মোনাকোর লুকাস কাতারিনাকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads