• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

খেলা

বুফন উপলব্ধি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৮ এপ্রিল ২০১৮

মানুষ ভুল করবে। এটাই তো স্বাভাবিক। প্রকৃতির এই ধরা বাঁধা নিয়ম থেকে বাইরে নন জিয়ানলুইজি বুফন। তাই তো কোনো ভনিতা না করেই ইতালির এই কিংবদন্তী ফুটবলার স্বীকার করে নিলেন, মাঝে মধ্যে তিনিও ভুল করেন। তবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে  চ্যাম্পিয়নস লিগের নাটকীয় ম্যাচের কারণেই নাকি জুভেন্টাসের এই গোলরক্ষক অনুভব করতে পারছেন, তিনি এখনো বেঁচে আছেন। তুরিনে এক স্পন্সর ইভেন্টে বুফন বলেন, ‘সিদ্ধান্ত নেওয়ার মধ্যে দিয়েই আমরা নিজেদের চিনিয়ে ফেলি। সঙ্গে জানিয়ে ফেলি আমরা আসলে কী চাই। আপনি আরো একটু এগিয়ে যেতে পারেন। অনেক সময় ভুল হয়ে যায়। তবে তার মানে কিন্তু আপনি এখনো জীবিত। এজন্যই আমি পৃথিবীতে এসেছি।’

স্বপ্ন ভাঙ্গা হৃদয় নিয়ে কেমন কেটেছে বুফনের দিন। সুপারস্টার ফুটবলার দিলেন তার এক ফিরিস্তি, ‘বার্নাব্যুর সেই ঘটনার পর অনেক দূর হেঁটেছি। মাশরুমের স্বাদ নিয়েছি। ঘ্রাণ শুকেছি ডেইজি ফুলের। এক সপ্তাহ জুড়ে শক্ত আবেগের অভিজ্ঞতা নিয়েছি। সুন্দর ও বিশুদ্ধ আড্রেনালিন হরমোন আমার রক্ত সঞ্চালন বাড়িয়ে দিয়েছিল। এজন্যই বেঁচে আছি আমি।’

ম্যাচের শেষ মিনিটে রেফারি মাইকেল অলিভার রিয়াল মাদ্রিদকে পেনাল্টি উপহার দিলে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যায় জুভেন্টাস। এর প্রতিবাদ করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ৪০ বছরের জুভ গোল বারের এই অতন্দ্র প্রহরী। ম্যাচ শেষে রেফারিকে জুভেন্টাসের স্বপ্ন হত্যাকারী হিসেবে অভিহিত করে ২০০৬ সালের বিশ্বকাপ জয়ী বুফন বলেন, অলিভারের হৃদপিন্ডের জায়গা দখল করে আছে ‘একটি আবর্জনার পাত্র’।

জাতীয় দলের অধিনায়কত্বকে নিজের সব চেয়ে বড় পুরস্কার হিসেবে দেখছেন তিনি। আর এসি মিলানের ১৯ বছরের গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মাকে জাতীয় দলে নিজের উত্তরসূরী হিসেবে মানছেন এই আইকোনিক ফুটবলার। ৬০ বছরের মধ্যে প্রথমবার ইতালি বিশ্বকাপ থেকে বাদ পড়ায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন বুফন।  অবসর থেকে ফিরে তিনি গত মাসে ইংল্যান্ড ও আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেণ আজ্জুরি শিবিরের হয়ে। তবে ক্লাব ফুটবল ক্যারিয়ারকে না দিচ্ছেন চলতি মৌসুম শেষেই।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads