• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

খেলা

আবারো নিভৃতে জাতীয় দল

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৮ এপ্রিল ২০১৮

রায়হানউদ্দিন রাসেল

অনেক ঢাক-ঢোল বাজিয়ে প্রায় ১৮ মাস পর জাতীয় দলের ক্যাম্প শুরু করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু আগের সেই ইতিহাস পুনরাবৃত্তি হতে চলেছে। ঠিক দু’মাসের কিছু বেশি সময় ক্যাম্প চলার আবারো তা বন্ধ। এরই মধ্যে জাতীয় দলের কোচের পদ থেকে অব্যাহতি দিয়েছেন অ্যান্ড্রু ওর্ড। সহসা কোচ নিয়োগ দেয়া হবে, এমনটা বলতে পারছে না ফেডারেশন। শঙ্কা জেগেছে আবারো নিভৃতে চলে যাচ্ছে জাতীয় ফুটবল দল।

২০১৬ সালের ১০ অক্টোবর ভুটানের থিম্পুতে স্বাগতিকদের কাছে ৩-১ গোলের হারের কারণ বাংলাদেশের ফুটবল আকাশে যে অনিশ্চিতায় কালো মেঘ দেখা দেয়, সেই মেঘ কাটিয়ে ফুটবলের নবযাত্রা সূচিত করতে প্রস্তুতির কোন ঘাটতি রাখতে চাই ছিলো না ফেডারেশন।

‘হারানো সম্মান’ ফিরে পেতে উঠে পড়ে লেগেছিল বাফুফে। নিয়োগের দীর্ঘদির পর জাতীয় দল নিয়ে কাজ করার সুযোগ পান অ্যান্ড্রু ওর্ড। সঙ্গে ডাগ আউটে যোগ দিয়েছিলেন পর্তুগিজ ফিটনেস কোচ মারিও লেমস, বৃটিশ গোলরক্ষক কোচ জেসন ব্রাউন। সাভারের বিকেএসপিতে ফিটনেস, পাওয়ার ফুটবল, গেম প্লান নিয়ে কাজ করে জাতীয় দল। তরুণ ফুটবলারদের ওপর আস্থা রেখে আগামী দিনের জাতীয় দল গঠন করার নতুন পরিকল্পনা নেয় বাফুফ।

সবকিছুর একটা অর্থ- ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রমাণ করার। যে কোন উপায়ে সাফল্য আনার। ঢাকায় অনুষ্ঠিতব্য দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ এই টুর্নামেন্টে একটা সম্মানজনক ফলাফল। এজন্য জাতীয় দলের জন্য সাত মাসব্যাপি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয় বাফুফে। কিন্তু দুই মাসের কিছুটা বেশি সময়ের মাথায় হোঁচট খেলো সেই পরিকল্পনা। পরিকল্পনার অংশ হিসেবে কাতার-থাইল্যান্ডে অনুশীলন ক্যাম্প করেছে জাতীয় দল। সম্ভাব্য দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ক্যাম্প ছিলো।

গত ২৮ ফেব্রুয়ারি ২৩ সদস্যের প্রাথমিক দল নিয়ে ক্যাম্প করতে কাতার যায় বাংলাদেশ দল। সেখানের ফুটবল একাডেমিতে প্রায় দুই সপ্তাহ অবস্থান করে মামুনুলরা। বিশ্বের অন্যতম আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একাডেমিতে করেছে অনুশীলন।

প্রায় দুই সপ্তাহের প্রস্তুতি শেষে গত ১৪ মার্চ ঢাকায় ফিরে জাতীয দল। দিন কয়েক বিরতির পর আবারো  প্লেণে চড়ে তারা। উদ্দেশ্যে এশিয়ার অন্যতম ফুটবল শক্তি থাইল্যান্ড। গত ১৯ মার্চ থাইল্যান্ড যায় জাতীয় দল। সেখানে ২১ এবং ২৩ মার্চ স্থানীয় ক্লাবের সঙ্গে দুইটি প্রীতি ম্যাচ খেলে মামুনুলরা। স্থানীয় প্রিমিয়ার লিগের ক্লাব রাচাবুডি এএফসির বিপক্ষে হারলেও, ব্যাংকক গ্লাস এএফসির বিপক্ষে জয় পায় বাংলাদেশ দল। 

ঢাকায় ফিরে গত ২৫ মার্চ লাওসের উদ্দেশ্যে যাত্রা করে মামুনুলরা। ভিয়েনতিয়েনে স্বাগতিক লাওসের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নামে গত ২৭ মার্চ। ২-০ গোলে পিছিয়ে পড়েও লড়াকু ফুটবলে ম্যাচটি ড্র করে নতুন কিছুই ইঙ্গিত দিয়ে ছিলো জাতীয় দল। কিন্তু এরপর আবারো নেমে এলে নীরবতা।

জাতীয় দলের জন্য নতুন কোনো পরিকল্পনা এখনো পর্যন্ত করতে পারেনি জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। এরই মধ্যে আবার চাকরি ছেড়েছেন জাতীয় দলের অস্ট্রেলিয়া কোচ অ্যান্ড্রু ওর্ড। একই সঙ্গে অব্যাহতি নিয়েছেন গোলরক্ষক কোচ জেসন ব্রাউন। কিন্তু পর্তুগিজ ট্রেনার মারিও সিমাওয়ে কাটাচ্ছেন অলস সময়। তাঁকে কাজে লাগানোর চিন্তায় আনছে না বাফুফে।

সুযোগ পেয়ে ফুটবলারও দলছুট হয়ে পড়েছেন। ফুটবল মৌসুম না হওয়ার কারণে খেলোয়াড়দের অর্জিত ফিটনেস, আগের মাপে থাকবে না এটা নিশ্চিত। এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় দলের ট্রেনার মারিও সিমাওয়ে।

সূত্র বলছে, দ্রুতই ফুটবলারদের জন্য কোনো ফিটনেস ক্যাম্প আয়োজনের পরিকল্পনা ফেডারেশনের নেই। আগস্টে জাকার্তায় এশিয়ান গেমস, সেখানে পুরো জাতীয় দল না খেললেও অনূর্ধ্ব-২৩ দলের মোড়কে থাকবেন জাতীয় দলের বেশির ভাগ খেলোয়াড়ই। এবছর সেপ্টেম্বরে হবে দক্ষিণ এশিয়ার ‘বিশ্বকাপ’ সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল। লাওসের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে যে কার্যক্রম শুরু হয়েছিল, সেটার বড় অংশজুড়েই ছিল সাফ চ্যাম্পিয়নশিপের ভাবনা নিয়ে। কিন্তু এক কোচের বিদায়ের পুর পুরো ব্যাপারটাই ঝুলে গেলো।

যদিও আশার বাণী শোনাতে চাইলেন বাফুফের সহ-সভাপতি তাবিথ আওয়াল, ‘খুব দ্রুত জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সেখানেই ঠিক করা হবে নতুন কর্মপরিকল্পনা।’

এছাড়া বিদেশী কোচ নিয়োগের প্রক্রিয়াও বেশ জোরো সোরে চলছে বলে জানান তিনি,‘অ্যান্ড্রূ ওর্ডের নিয়োগের সময় আরো দুই জনের সঙ্গে আমাদের আলোচনা হয়েছিলো। সেই দুইজনকে অগ্রাধিকার দিয়ে আমরা নতুন কোচের সন্ধানে আছি। আশা করছি জুনের শুরুতেই জাতীয় দলের দায়িত্ব নেবে নতুন কোচ।’

সেটা হলেই দেশের ফুটবলের জন্য ভালো। আজ অনুষ্ঠিত হবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ড্র। আর সেপ্টেম্বরে বসবে মুল আসর। গত দুই আসর থেকে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বাংলাদেশ। ঘরের মাঠের এই আসরে ভালো ফলাফল করতে জোর প্রস্তুতি বিকল্প নেই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads