• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

খেলা

রোনালদোর গোলে হার এড়াল রিয়াল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২০ এপ্রিল ২০১৮

আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল। প্রতিপক্ষ জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। যে দলটি ইতোমধ্যে বুন্দেসলিগা জিতে নিয়েছে। তাদের বিপক্ষে মাঠে নামার আগে সমর্থকদের হতাশ করল রিয়াল মাদ্রিদ। বুধবার ঘরের মাঠে পয়েন্ট হারাল। অ্যাথলেটিক বিলবাওর কাছে হারতে বসেছিল। তবে শেষ মুহুর্তে রোনালদোর গোলে ১-১ গোলে ড্র করে জিনেদিন জিদানের শিষ্যরা।

লা লিগায় মালাগার সঙ্গে ম্যাচের দিন তারকা খেলোয়াড়দেরকে বিশ্রাম দেয়া হয়। এবার তারা সবাই একাদশে ফেরেন। রোনালদো, টনি ক্রুস, মার্সেলো ও করিম বেনজেমা শুরুর একাদশে ছিলেন।

শক্তিশালী দল নিয়ে মাঠে নামে রিয়াল। নিজেদের মাটিতে খেলা। তবুও খেলার প্রথম ১৫ মিনিটের আগে পিছিয়ে পড়ে। হারের দরজায় পৌঁছায়। অবশেষে রোনালদো দলকে উদ্ধার করেন। তাতে মাত্র এক পয়েন্ট পায় তারা।

রিয়ালের এমন ফলাফলে পয়েন্ট টেবিলে ব্যবধান বৃদ্ধি করার সুযোগ পেল অ্যাটলেটিকো মাদ্রিদ। ৩৩ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নগরপ্রতিদ্বন্দ্বীরা। শীর্ষে থাকা বার্সেলোনার ৩৩ ম্যাচে পয়েন্ট ৮৩। চতুর্থ স্থানে থাকা ভ্যালেন্সিয়া ৩৩ ম্যাচে অর্জন করে ৬৫ পয়েন্ট।

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের জন্য জার্মানি সফরের আগে এটিই রিয়ালের শেষ ম্যাচ। শনিবার সেভিয়ার বিপক্ষে তাদের খেলার সূচি থাকলেও সেটি হচ্ছে না। কারণ স্প্যানিশ কাপের ফাইনাল খেলবে দলটি।

এদিকে সেমিতে একাদশে না থাকার ইঙ্গিত পেলেন গ্যারেথ বেল। এমনকি জিদান রিয়ালে থাকলে তার শুরুর একাদশে খেলার স্বপ্নও ফিকে হয়ে যাবে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির বিপক্ষে তাকে একাদশে রাখা হয় না। জুভেন্টাসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেও একই ঘটনা। দ্বিতীয় লেগে শুরুর একাদশে থাকলেও বিরতির সময় তুলে নেয়া হয়।

গত সপ্তাহে মালাগার বিপক্ষে তাকে মাঠে নামানো তো দূরের কথা, দলের সঙ্গে সফরেই নেয়া হয়নি। আর এদিন খেলার ৬৯ মিনিট পর্যন্ত তাকে বেঞ্চে বসিয়ে রাখা হয়। শেষের দিকে দলকে পূর্ণ তিন পয়েন্ট এনে দেয়ার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি ওয়ালসের তারকা। মালাগার বিপক্ষে ফ্রি-কিক থেকে গোল করে বীর বনে যান ইসকো। কিন্তু বেল এদিন জালে খুঁজে পেতে ব্যর্থ হন। ফলে শেষ বাঁশি বাজার পর রিয়ালের প্রথম খেলোয়াড় হিসেবে তিনিই টানেলে চলে যান।

রিয়াল শুরুটা ভালোই করে। খেলার ৯ মিনিটে দানি কারভাহালের ক্রস থেকে আসা বল হেড করেন রোনালদো। কিন্তু সেটি ক্রসবারে লেগে ফিরে যায়। ১৩ মিনিটে টনি ক্রুসের পাস থেকে পাওয়া বল শট নেন। সেটিও লক্ষ্যভেদ করতে পারেনি।

আক্রমণের আনন্দে রিয়াল উড়লেও প্রথম গোলটি পায় অ্যাথলেটিক। খেলার ১৪ মিনিটে বল এগিয়ে দেন কোরডোবা। সেটি পেয়ে রিয়াল রক্ষক কেইলুর নাভাসকে পরাস্ত করেন ইনাকি উইলিয়ামস।

খেলার ৬৪ মিনিটে লিডকে ডাবলে নিয়ে যাওয়ার সুযোগ পায় অ্যাথলেটিক। তবে গার্সিয়ার নেয়া শট ক্রসবারে লেগে ফিরে যায়।

হারতে বসা রিয়ালকে রক্ষা করেন রোনালদো। খেলার ৮৭ মিনিটে লুকা মড্রিচের পাস থেকে পাওয়া বল জালে জড়িয়ে দেন পর্তুগীজ তারকা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads