• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

খেলা

জোকোভিচের বিদায়; শেষ আটে নাদাল

  • প্রকাশিত ২১ এপ্রিল ২০১৮

খারাপ সময়টা যেন কিছুতেই পিছু ছাড়ছে না নোভাক জোকোভিচকে। ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামি ওপেন থেকে বিদায় নিতে হয়েছে প্রথম রাউন্ড থেকেই। সেই দুঃস্বপ্ন ঝেড়ে ফেলে জিততে চেয়েছিলেন মন্টে কার্লো মাস্টার্স শিরোপা। ভালো খেলে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডেও উঠেও গিয়েছিলেন। কিন্তু ভাগ্য সহায় না হলে যা হয় আর কি। সার্বিয়ান তারকার সেই স্বপ্ন ভেঙে গেল আরো একটি অঘটনে। অস্ট্রিয়ার ডোমিনিক থিয়েম ধরাশায়ী করেছেন ১২ গ্র্যান্ড স্লামের মালিক জোকোভিচকে। ৬-৭ (২-৭), ৬-২ ও ৬-৩ গেমে হার মানায় কোয়ার্টার ফাইনালে দেখা হলো না নাদাল-জোকোভিচের। তবে দুর্দান্ত জয় দিয়ে শেষ আটে ঠিকই পৌঁছে গেছেন ক্লে-কোর্টের রাজা।

২০১৬ সালের পর এখনো পর্যন্ত কোনো গ্র্যান্ড স্লাম জিততে পারেননি র্যাঙ্কিংয়ের ১৩তম জোকোভিচ। কনুইর চোট কাটিয়ে টেনিস কোর্টে ফিরে খেলেছেন চারটি টুর্নামেন্ট। কিন্তু জ্বলে উঠতে না পারায় এখনো কোনো আসরের শেষ আটেই পৌঁছতে পারেননি ৩০ বছরের জোকোভিচ। এ থেকে এক বিষয় স্পষ্ট, পুরনো দুরন্ত ফর্মটা ফিরে পেতে আরো অনেকটা সময় অপেক্ষা করতে হবে তাকে। কথাটা স্বীকার করে নিলেন সাবেক এই নাম্বার ওয়ান, ‘বিগত বছরগুলোতে যেভাবে খেলেছি। এখনো আমি মনেপ্রাণে ঠিক ভাবেই খেলে যেতে চাই। কিন্তু অবশ্যই ধৈর্য ধরতে হবে।’ ফর্ম ফিরে পাওয়ার প্রত্যাশায় খেলাটা চালিয়ে যেতে চান জোকোভিচ, ‘আমি যেভাবে খেলে যাচ্ছি। সেভাবে যদি খেলাটা চালিয়ে যেতে পারি। তাহলে আমার বিশ্বাস, আমি আগের অবস্থানে ফিরতে পারব।’ লক্ষ্যে অটল থেকে ওয়াইল্ড কার্ড নিয়ে জোকোভিচ আগামী সপ্তাহে খেলতে চান বুডাপেস্ট বা বার্সেলোনা ওপেনে।

নবম বাছাই জোকোভিচ বিদায় নিলেও জয়রথ চালিয়ে যাচ্ছেন রাফায়েল নাদাল। মন্টে কার্লো মাস্টার্সের ১১তম শিরোপা ধরে রাখতে দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছেন বিশ্ব র্যাঙ্কিংয়ের এই নাম্বার ওয়ান। শেষ ষোল পর্বে ২১ বছরের কারেন খাচাননোভকে পাত্তাই দেননি ১৬টি গ্র্যান্ড স্লামের মালিক। র্যাঙ্কিংয়ের ৩৮তম রুশ প্রতিপক্ষকে ৬-৩ ও ৬-২ গেমে রীতি মতো উড়িয়ে দিয়েছেন স্পানিশ সুপারস্টার ৩১ বছরের নাদাল।

রজার ফেদেরারকে পেছনে রেখে র্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তকমাটা ধরে রাখতে হলে টুর্নামেন্টটি জিততেই হবে শীর্ষ বাছাই নাদালকে। প্রয়োজনমাফিক কাজটাও সেরে যাচ্ছেন তিনি। খাচানোভকে হারিয়ে আসরে ৬৫তম জয় তুলে নিলেন নাদাল। বিপরীতে টুর্নামেন্টে হার মেনেছেন মাত্র চার ম্যাচে। আগামী মাসে ফ্রেঞ্চ ওপেন ক্যারিয়ারের ১৭তম মেজর ট্রফি জেতার লক্ষ্যে এগিয়ে যাওয়া নাদাল ম্যাচ জিতে বলেন, ‘কঠিন প্রতিপক্ষের বিপক্ষে সরাসরি সেটের জয়টা ছিল অসাধারণ। এটাই আসল বিষয়।’ শেষ আটের লড়াইয়ে নাদালের প্রতিপক্ষ পঞ্চম বাছাই ডোমিনিক থিয়েম। অন্য দিকে কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন দ্বিতীয় বাছাই ক্রোয়েশিয়ার মারিন চিলিচ ও জাপানের কেই নিশিকোরি। তবে হাঁটুর ইনজুরির জন্য চিলিচকে ওয়াক ওভার দিয়ে বিদায় নিয়েছেন ১৪তম বাছাই কানাডার মিলোস রাওনিচ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads