• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯

খেলা

সাকিবদের সামনে আজ চেন্নাই

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২২ এপ্রিল ২০১৮

আগের ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে ক্রিস গেইলের ঝড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে প্রথম হারের স্বাদ পায় সানরাইজার্স হায়দরাবাদ। সেই হারের যন্ত্রণা কাটিয়ে ওঠার লক্ষ্য নিয়ে আজ নিজেদের মাঠে চেন্নাই সুপার কিংসকে আতিথ্য দেবে অরেঞ্জ আর্মিরা। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় শুরু হবে ম্যাচটি।

বল টেম্পারিং ইস্যুতে ছিটকে যান দলের নিয়মিত অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কিন্তু এর প্রভাব পড়েনি অরেঞ্জ আর্মিদের মাঠের পারফরম্যান্সে। এই আসরের নতুন অধিনায়ক নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের অধীনে সময়টা বেশ ভালো যাচ্ছিল হায়দরাবাদের।

টানা তিন ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল সানরাইজার্স। কিন্তু চতুর্থ ম্যাচে ক্রিস গেইলের ঝড়ের মুখে পড়ে দলটি। শক্তিশালী বোলিং লাইনআপ নিয়েও সেদিন হারতে হয় তাদের। ফলে পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে নেমে যায় টম মুডির শিষ্যরা।

তবে ঠিকই পারফরম্যান্স করে যাচ্ছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। অন্যবারের মতো এ আসরেও ব্যাট-বল দুই বিভাগেই জ্বলে উঠেছেন তিনি। এবারের মৌসুমে এ পর্যন্ত চার ম্যাচের সবগুলোতে সাকিবকে একাদশে রেখে মাঠে নামে ২০১৬ সালের চ্যাম্পিয়নরা। চার ম্যাচে শিকার করেছেন ৫ উইকেট। তিন ম্যাচে ব্যাট হাতে নেমে করেছেন ৬৩ রান।

প্রথম ম্যাচে ব্যাট হাতে নামার সুযোগ হয়নি। কিন্তু পরের দুই ম্যাচে পাঁচ নম্বরে ব্যাট করেছেন সাকিব। গত ১৪ এপ্রিল ইডেন গার্ডেনে কলকাতার বিপক্ষে তার ২৭ রান হায়দরাবাদের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। কিন্তু গতকাল এর ব্যত্যয় ঘটে। চোটের কারণে শিখর ধাওয়ান রিটায়ার্ড হার্ট নেওয়ায় ইউসুফ পাঠানকে নামানো হয় চারে। স্ট্রোক খেলতে সিদ্ধহস্ত পাঠানের আগেভাগে নামার সিদ্ধান্তটা ছিল যৌক্তিক। কিন্তু সাকিবের আগে দীপক হুডাকে নামানো নিয়ে প্রশ্ন তুলছে অনেকে।

শেষ ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে সাকিব যখন ব্যাটিংয়ে নামেন, ততক্ষণে জয়ের আশা শেষ হায়দরাবাদের। কঠিন সমীকরণ মেলানো প্রায় অসম্ভব বলে নেট রানরেট ঠিক রাখার চেষ্টা করেন দুই ব্যাটসম্যান সাকিব ও মনিশ পাণ্ডে। দু’জনে অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে যোগ করেন ২১ বলে ৪৫ রান। ১ চার ও ২ ছয়ে ১২ বলে ২৪ রানে অপরাজিত থাকেন সাকিব। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের স্ট্রাইকরেট ২০০। ফলে ক্রিস গেইলকে পেছনে ফেলে ম্যাচের ‘সুপার স্ট্রাইকার অব দ্য ম্যাচ’-এর পুরস্কার জেতেন সাকিব।

অন্যরকম ডবল অর্জনের অপেক্ষায় আছেন তিনি। চার হাজার রান আগেই করেছিলেন সাকিব। আর একটি উইকেট পেলে ছুঁবেন টি-টোয়েন্টিতে পঞ্চম বোলার হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক। ফলে ছোঁয়া হবে ডোয়াইন ব্রাভোর পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৩০০ উইকেট ও চার হাজার রানের ডবল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads