• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

ফুটবল

টানা চতুর্থ শিরোপা বার্সার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৩ এপ্রিল ২০১৮

বার্সেলোনার হয়ে প্রতিটি ফাইনালে গোলের রেকর্ড সুয়ারেজের। কোপা দেল রে’র ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে পাঁচটি ফাইনালে গোলের কৃতিত্ব লিওনেল মেসির। কোপায় নিজের শেষ ফাইনালে প্রথম গোল ইনিয়েস্তার। নিজেকে উজাড় করে দিলেন ফিলিপে কুতিনহো। প্রথম গোলটি করালেন। শেষ গোলটি নিজেই করলেন। তাতে শনিবার সেভিয়াকে বিধ্বস্ত করে ৫-০ গোলে। সেই সঙ্গে কোপা দেল রে’তে টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয় কাতালানরা।

সেই ১৯৯৬ সালে বার্সেলোনায় যোগ দেন ইনিয়েস্তা। যুব দল থেকে ‘বি’ দল। সেখান থেকে মূল দল। ২০০২ সালে প্রথম মাঠে নামার পর ক্লাবটির মাঝমাঠের প্রাণভোমরা। স্বর্ণযুগের তারকা হিসেবে জিতে নেন সব ধরনের শিরোপা। অবশেষে দীর্ঘ ২২ বছরের সম্পর্কে ইতি টেনে ৩৩ বছর বয়সে বার্সাকে বিদায় জানাচ্ছেন। যোগ দিচ্ছেন চীনের ক্লাবে। তার আগে এটিই তার শেষ ফাইনাল। এদিন মাঠের পারফরম্যান্সে সবার হূদয় কাড়েন। চোখ জুড়ানো গোল করেন। সেই গোলে বার্সা সমর্থকদের মুখে হাসি ফোটে। তবে খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে তার মাঠ থেকে বিদায়ে কেউ অশ্রু সংবরণ করতে পারেননি। সেভিয়ার সমর্থকরাও দাঁড়িয়ে অভিবাদন জানাতে কার্পণ্য করেননি।

আতলেটিকো মাদ্রিদের ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে খেলা। বিদায়ী ফাইনালে সব উজাড় করে দেন ইনিয়েস্তা। খেলার ২৭ মিনিটে তার শট নেওয়া বল ক্রসবারে না লাগলে জোড়া গোলের মালিক হতেন।

এদিন মেসিদের খেলা দেখে বোঝার উপায় ছিল না তারা রোমার কাছে মাথা নত করে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে। তবে গুঞ্জন শোনা যায়, কোপার ফাইনালে না জিতলে কোচ ভালভার্দের ভবিষ্যৎ শঙ্কার মধ্যে পড়ে যেতে পারে। তাই হয়তো তিনিও সব কৌশল কাজে লাগান।

লিড নিতে বেশি সময় নেয়নি বার্সেলোনা। খেলার ১৪ মিনিটে সুয়ারেজ গোলমুখ উন্মোচন করেন। গোলরক্ষক সিলেসেন বল উড়িয়ে মারেন। বল সেভিয়ার রক্ষণলাইন অতিক্রম করে। দ্রুত দৌড়ে আসা কুতিনহো বল নিয়ে এগিয়ে যান। গোলরক্ষক ডেভিড সোরিয়াকে পরাস্ত করে গোলপোস্টের ঠিক সামনে পাস দেন। সেটি জালে জড়িয়ে দেন উরুগুয়ের তারকা। বার্সার জার্সিতে চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ ও সুপারকোপার ফাইনালের পর কোপা দেল রে’র ফাইনালেও গোল করেন তিনি।

প্রথম গোলটিতে অসাধারণ অবদান রাখেন গোলরক্ষক সিলেসেন। আর দ্বিতীয় গোলে অবদান বার্সা ডিফেন্ডার জর্দি আলবার। মাঝমাঠে মেসি বল পাস দেন ইনিয়েস্তাকে। তিনি আলবাকে পাস দিয়ে সেটি ফেরত নেন। পুনরায় আলবার উদ্দেশে বলটি পাঠান। মনে হয় সেটি মাঠের বাইরে চলে যাবে। কিন্তু এই ডিফেন্ডার ব্যাকহিল করেন। সেই বল শট করে জালে জড়িয়ে দেন লিওনেল মেসি। এর ফলে কোপার পাঁচটি ফাইনালে গোল করার রেকর্ড গড়েন। তার আগে তেলমো জারা ১৯৪২ থেকে ১৯৫০ সালের মধ্যে এই কৃতিত্ব দেখান।

বিরতিতে যাওয়ার আগেই ৩-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। মাঝমাঠ থেকে মেসির এগিয়ে দেওয়া বল দ্রুতগতিতে শট নিয়ে সেভিয়া গোলরক্ষককে পরাস্ত করেন সুয়ারেজ।

খেলার ৫২ মিনিটে গোলের দেখা পান ইনিয়েস্তা। মেসির পাস থেকে পাওয়া বল অসাধারণভাবে জালে পাঠান তিনি। কোপার ফাইনালে এটিই তার প্রথম গোল। ৬ মিনিট পর গোল করেন কুতিনহো। তবে তার আগেই রেফারি পেনাল্টির জন্য বাঁশি বাজান। সেই পেনাল্টিকেও গোলে পরিণত করেন ব্রাজিলীয় ফুটবলার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads