• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

খেলা

চ্যাম্পিয়ন নাদাল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৪ এপ্রিল ২০১৮

ক্লে কোর্টে সেই অপ্রতিরোধ্য রাফায়েল নাদাল। রোববার মন্টি কার্লো মাস্টার্সে কেই নিশিকোরিকে ৬-৩ ও ৬-২ সেটে হারিয়ে খেতাব জিতে নিলেন তিনি। পাশাপাশি বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানও নিজের দখলে রেখে দিলেন এই স্প্যানিশ মহাতারকা।

টেনিসের ‘ওপেন’ যুগে নাদালই হলেন প্রথম কোনো খেলোয়াড়, যিনি কোনো একটি টুর্নামেন্ট ১১ বার জিতলেন। একই সঙ্গে এটি তার ৩১ নম্বর মাস্টার্স খেতাব, যা নোভাক জোকোভিচের আগে নিয়ে গেল নাদালকে। সব মিলিয়ে নাদালের এটি ৭৬ নম্বর এটিপি ট্যুর খেতাব।

মন্টি কার্লোর ফাইনালে জেতার পর নাদাল বলেছেন, ‘আমি জানি টেনিসকে বিদায় জানানোর আরো কাছে চলে এসেছি আমি। এই নিয়ে আমি অবশ্য চিন্তিত নই। কিন্তু এটাই হলো বাস্তব।’ অস্ট্রেলিয়ান ওপেনে চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পর এটাই নাদালের প্রথম কোনো এটিপি টুর্নামেন্ট। নাদালের মন্তব্য, ‘আমি তাই এখন প্রতিটি দিন উপভোগ করতে চাইছি। কোর্টে সেরা খেলাটা খেলতে চাইছি। চাইছি যত দিন সম্ভব টেনিস উপভোগ করতে।’

রজার ফেদেরারকে পেছনে ফেলে এক নম্বর র্যাঙ্কিং ধরে রাখার জন্য এই টুর্নামেন্ট জিততেই হতো নাদালকে। ১৬ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী যে কাজটা খুব সহজেই করলেন। এবার নাদালের চোখ পরের সপ্তাহের বার্সেলোনা ওপেনে। ফাইনাল খেলতে নামার আগে নিশিকোরি বলেছিলেন, নাদালকে হারানো তার পক্ষে অবশ্যই সম্ভব। ‘আমার মনে হয়, নাদালকে হারানো অবশ্যই সম্ভব। তবে এটাও ঠিক, ক্লে কোর্টে নাদালই সম্রাট’- বলেছিলেন জাপানি তারকা। দেখা গেল ফাইনালের আগে আশাবাদী হলেও ম্যাচে তিনি বিশেষ লড়াইয়ের মুখে ফেলতে পারলেন না নাদালকে। ক্লে কোর্ট সম্রাট তার সুনামটা ধরে রাখতে সফল হলেন।

নিশিকোরি অবশ্য প্রথম সেটে শুরুটা খারাপ করেননি। নাদালের সার্ভ ভেঙে ২-১ গেমে এগিয়েও যান। কিন্তু চাপটা ধরে রাখতে পারেননি। পরের চারটি গেম হেরে যান তিনি। সেখান থেকে আর নাদালকে আটকানো সম্ভব হয়নি। চোট সারিয়ে ফিরে এসে দুরন্ত ছন্দে রয়েছেন নাদাল। সাতটি ম্যাচে কোনো সেট হারাননি তিনি।

ভয়ঙ্কর নাদালকে থামিয়ে তাই জীবনের প্রথম মাস্টার্স আর জেতা হলো না নিশিকোরির।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads