• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

খেলা

ইংল্যান্ডে কোচিং নয় : ওয়েঙ্গার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৪ এপ্রিল ২০১৮

গত ২২ বছর ধরে আর্সেনাল ম্যানেজারের পদে ছিলেন তিনি। কিন্তু আগামী মৌসুমে আর সেই পদে থাকছেন না ফরাসি ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার। আটচল্লিশ ঘণ্টা আগে যা জেনেছে গোটা বিশ্ব।

এবার ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ওয়েস্টহ্যামকে ৪-১ গোলে হারিয়ে এবার তাদের দুনিয়াখ্যাত ম্যানেজারকে শ্রদ্ধা জানালেন আর্সেনাল ফুটবলাররা। তাও আবার ১-১ অবস্থায় থাকা ম্যাচে শেষ সাত মিনিটে তিন গোল করে।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই নাচো মনরিয়ালের গোলে এগিয়ে যায় আর্সেনাল। কিন্তু গোল খাওয়ার ১৩ মিনিটের মধ্যেই তা শোধ করে দেন ওয়েস্টহ্যামের স্ট্রাইকার আর্নতোভিচ। ৮১ মিনিট পর্যন্ত ম্যাচের ফল ছিল ১-১। ঘরের মাঠে আর্সেনাল সমর্থকরা যখন ধরে নিয়েছেন ম্যাচ ড্র হতে চলেছে, তখনই ৮২ মিনিটে গোল করে ২-১ করেন অ্যারন রামসে। এর তিন মিনিট পরই ফের ব্যবধান বাড়ান আলেকজান্দ্রে ল্যাকাজেত। ৮৯ মিনিটে ফের গোল করেন তিনিই।

রোববার আর্সেনালের ম্যাচ চলাকালীন নব্বই মিনিট ওয়েঙ্গারের উদ্দেশে গান গেয়ে শ্রদ্ধা জানান আর্সেনাল সমর্থকরাও। তাদের হাতে ছিল ওয়েঙ্গারের প্রতি ভালোবাসা জানিয়ে লেখা প্ল্যাকার্ড ও পোস্টার। ৪-১ জয়ের পর রামসে বলে যান, ‘ওয়েঙ্গারের প্রতি পূর্ণ শ্রদ্ধা রয়েছে গোটা দলের। ইপিএলের বাকি আর চারটি ম্যাচ। সেই ম্যাচগুলো জিতে লিগ তালিকায় যতটা উপরে থাকা যায়, তার চেষ্টা করছি।’

ওয়েঙ্গার অবশ্য এই আবেগ প্রকাশের আবহে নিজে ভাসেননি। বরং তিনি ম্যাচের পর বলে যান, ‘ম্যাচে মনোনিবেশ করেছিলাম। অন্য কোনো দিকে মন ছিল না।’ সঙ্গে যোগ করেন, ‘আমি মোটেও ক্লান্ত নই। ইংল্যান্ডের চেয়েও গোটা বিশ্বে আর্সেনালের প্রতি একটা শ্রদ্ধা রয়েছে। তবে সমর্থকরা কখনো একতা দেখাতে পারেনি। এটা বেদনাদায়ক।’ গত কয়েক মাস ধরেই আর্সেনাল সমর্থকদের একটা অংশের বিদ্রূপের শিকার হয়েছিলেন ওয়েঙ্গার। কিন্তু তা সত্ত্বেও ম্যাচ জিতে তিনি বলেন- ‘এই ক্লাবের সঙ্গে এতটাই আবেগ জড়িয়ে আছে যে, ইংল্যান্ডের অন্য কোনো ক্লাবে কোচিং করানো আমার পক্ষে খুব কঠিন।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads