• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

খেলা

রেকর্ড আর গোল উৎসব ম্যানসিটির

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৪ এপ্রিল ২০১৮

পাঁচ ম্যাচ হাতে রেখেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। তাই পেপ গার্দিওলার দলের জন্য বাকি ম্যাচগুলো শুধুই আনুষ্ঠানিকতার। এমনই এক ম্যাচে সর্বোচ্চ পাস দেওয়ার বিশ্বরেকর্ড গড়ে সোয়ানসি সিটির বিপক্ষে ৫-০ গোলে জিতেছেন সিটিজেনরা। গত সাত মৌসুমে তৃতীয় শিরোপা জেতা দলটির সামনে অপেক্ষা করছে প্রথম দল হিসেবে প্রিমিয়ার লিগে ১০০ পয়েন্ট অর্জনের। বাকি চার ম্যাচ থেকে মাত্র ১০ পয়েন্ট সংগ্রহ করতে পারলে অন্যন্য এ রেকর্ড গড়বে ম্যানসিটি।

সুপার সানডেতে শিরোপা নিশ্চিতের পর প্রথম ম্যাচেই সুপার রেকর্ড গড়ে দেখালেন ডি ব্রুইনে-ডেভিড সিলভারা। ইউরোপিয়ান ফুটবলের প্রথম দল হিসেবে এক ম্যাচে এক হাজারেরও বেশি পাস দেওয়ার রেকর্ড গড়েছে দলটি। এক ম্যাচে সর্বোচ্চ ১০১৫টি পাস আদান-প্রদান করেন দলের ফুটবলাররা। শুধু তাই নয়, সর্বোচ্চ পাসের প্রথম পাঁচটি স্থান দলটির দখলে। পাঁচটির চারটি আবার হয়েছে পেপ গার্দিওলার আমলে। সুতরাং ইংলিশ পাওয়ার ফুটবলকে হটিয়ে বর্তমানে স্পেনের টিকিটাকা ফুটবলে অভ্যস্ত ম্যানসিটির ফুটবলাররা।

নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখে সোয়ানসি সিটিকে উড়িয়ে দেয় সিটিজেনরা। ম্যাচের ১২তম মিনিটে প্রথম লিড নেয় সিটি। ডেভিড সিলভার গোলে এগিয়ে যাওয়ার চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রাহিম স্টার্লিং। প্রথমার্ধে এই দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পর আরো ভয়ঙ্কর হয়ে ওঠেন সিটিজেনরা। ম্যাচের ৫৪তম মিনিটে বুলেট গতির শটে দলকে ৩-০তে এগিয়ে নেন বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনে। ম্যাচে ৬৪ মিনিটে সোয়ানসি সিটির ডি-বক্সে ফাউলের শিকার হন স্টার্লিং। ফলে পেনাল্টি পায় ম্যানসিটি। স্পট কিক নেন ব্রাজিলীয় তারকা গ্যাব্রিয়েল জেসুস। কিন্তু তার শট রুখে দেন সোয়ানসির গোলরক্ষক। তবে শেষ রক্ষা হয়নি। ফিরতি বলে গোল করে দলকে চতুর্থ গোল উপহার দেন পর্তুগিজ মিডফিল্ডার বার্নার্দো সিলভা। আর ম্যাচের ৮৮তম মিনিটে পঞ্চম গোল করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার জেসুস।

এ জয়ে ৩৪ ম্যাচে ম্যানসিটির পয়েন্ট ৯০। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৭৪। ৩৫ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লিভারপুল। ৩৪ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থতে টটেনহ্যাম। আর ৬৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে চেলসি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads