• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

ছবি: ইন্টারনেট

খেলা

অশ্রুসজল ইনিয়েস্তার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৮ এপ্রিল ২০১৮

গুঞ্জনটা আগে থেকেই শোনা যাচ্ছিল। বার্সেলোনা ছেড়ে যাচ্ছেন আন্দ্রেস ইনিয়েস্তা। ক্লাবটির জার্সি গায়ে শেষ ফাইনালও খেলে ফেলেন। কোপা ডেল রে’র সেই ম্যাচে অশ্রুসজল নয়নে মাঠ ছাড়েন। গতকাল শুক্রবার হাজির হলেন সংবাদ সম্মেলনে। জেরার্ড পিকে, ইভান র্যাকিটিচসহ সতীর্থরা সামনে বসা। উপস্থিত ছিল তার স্ত্রী-সন্তানরা। লোকে ঠাসা ন্যু ক্যাম্পের প্রেসকক্ষে কান্নাজড়িত কণ্ঠে ইনিয়েস্তা জানালেন, মৌসুম শেষে আর বার্সায় থাকছেন না।

মাত্র ১২ বছর বয়সে বার্সেলোনার মাটিতে পা রাখেন ইনিয়েস্তা। সেটি ১৯৯৬ সালের কথা। বার্সার মূল দলে নাম লেখান ২০০২ সালে। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে। সেই থেকে ক্লাবটি মাঝমাঠের প্রাণভোমরা। ছোট্ট ইনিয়েস্তা হলেন কিংবদন্তি তারকা। ক্লাবের জার্সি গায়ে জিতলেন সব ধরনের শিরোপা। অবশেষে ২২ বছরের মায়া কাটিয়ে বার্সাকে বিদায় জানালেন ৩৩ বছর বয়সী ফুটবলার।

ইনিয়েস্তাকে ম্যানচেস্টার সিটিতে নিতে চান সাবেক বস পেপ গার্দিওলা। তবে ইউরোপের কোনো দলে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করে দেন স্প্যানিশ তারকা। কোথায় যাচ্ছেন, সেটি নিশ্চিত না করলেও জানা যায় চায়নিজ সুপার লিগের দল চুংকিং দাংদাই ক্লাবে যোগ দিচ্ছেন তিনি।

গম্ভীর আবহে আবেগঘন সংবাদ সম্মেলনে ইনিয়েস্তা বলেন, ‘এখানে এটাই আমার শেষ মৌসুম। দীর্ঘ চিন্তাভাবনার পর আমি এই সিদ্ধান্ত নিয়েছি। বার্সেলোনায় পুরো জীবন কাটিয়ে এখানে বিদায় বলতে আসার দিনটা আমার জন্য খুবই কঠিন।’

যারা তার সুখে-দুঃখে পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি একজন ভালো ফুটবলার ও ভালো মানুষ হিসেবে স্মরণীয় হয়ে থাকতে চাই। কারণ ফুটবলের দিন ফুরিয়ে যাওয়ার পর আমরা সবাই মানুষ।’

বার্সেলোনার হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৬৬৯টি ম্যাচ খেলেছেন ইনিয়েস্তা। ৩১টি শিরোপা জিতেছেন তিনি। এর মধ্যে আটবার লা লিগার শিরোপা, ছয়টি কোপা ডেল রে’র ট্রফি, চারবার চ্যাম্পিয়ন্স লিগ রয়েছে। স্পেনের হয়ে দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও একবার বিশ্বকাপ জিতে নেন। তবে সবকিছুর চেয়ে বার্সার হয়ে অভিষেক হওয়ার মুহূর্তটা নিজের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

ক্যারিয়ারে শুধু বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর কখনো জেতা হয়নি ইনিয়েস্তার। ২০১০ সালে রানার-আপ ও ২০১২ সালে তৃতীয় হন। এ বিষয় বলেন, ‘ব্যালন ডি অর না জেতায় আমার কোনো আক্ষেপ নেই। একজন খেলোয়াড় হিসেবে আমি যা দেখিয়েছি, তা আমার জন্য যথেষ্ট এবং তাতেই আমার সুখ।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads