• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

ফুটবল

বিধ্বস্ত আবাহনী

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০৩ মে ২০১৮

এএফসি কাপে ঘরের মাঠে ভারতের ক্লাব দল আইজল এফসির সঙ্গে ড্র করেই মূলত দ্বিতীয় রাউন্ডে খেলার আশা ফিকে হয়ে গিয়েছিল আবাহনীর। গতকাল মালদ্বীপের ক্লাব দল নিউ রেডিয়েন্টের কাছে হেরে বাছাই পর্ব থেকেই ছিটকে যেতে হলো সাইফুল বারী টিটুর শিষ্যদের। নিজেদের মাঠে আকাশি-নীল জার্সিধারীদের ৫-১ গোলে বিধ্বস্ত করেছে স্বাগতিকরা। আলী ফাসির হ্যাটট্রিকে দারুণ এ জয় পায় নিউ রেডিয়েন্ট। আর জোড়া গোল আসে আলী আশফাকের পা থেকে। আবাহনীর বিরুদ্ধে প্রথম পর্বের লড়াইয়েও তিন পয়েন্ট পেয়েছিল মালদ্বীপের দলটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৭ মার্চ অনুষ্ঠিত ওই ম্যাচে আলী ফাসির একমাত্র গোলে জয় পেয়েছিল নিউ রেডিয়েন্ট।

বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হওয়া এ ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল নিউ রেডিয়েন্ট। ম্যাচের ১৯ মিনিটে দলকে এগিয়ে নেন আলী ফাসির। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ম্যাচে সমতা ফিরিয়ে আনে আবাহনী। ৪৬ মিনিটে গোল করে দলকে আনন্দে ভাসিয়েছিলেন সেইয়া কোজিমা (১-১)। কিন্তু সমতা ফেরানো গোলের পর যেনো নিজেদের ছন্দ হারিয়ে ফেলে টিটুর শিষ্যরা। ৫১ থেকে ৫৮ মিনিটের মধ্যে আরো তিনটি গোল হজম করতে হয় তাদের। স্বাগতিক শিবিরের স্ট্রাইকার আলী ফাসির ৫১ ও ৫৬ মিনিটে টানা দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। আর ৫৮ মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন আলী আশফাক (৪-১)। ম্যাচের বাকি সময়টা স্বাগতিকদের সঙ্গে সমানতালে লড়াই করলেও আর গোলের মুখ দেখা হয়নি রুবেল মিয়া-আতিকুরদের। উল্টো আরো একটি গোল হজম করতে হয় তাদের। ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে আলী আশফাক আবাহনীর কফিনে শেষ পেরেক ঠুকে দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads