• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

ফুটবল

আক্ষেপে পুড়ছেন রোমার কোচ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৪ মে ২০১৮

দ্বিতীয় লেগ ম্যাচ জিতেও অ্যাগ্রিগেটে ইংলিশ দল লিভারপুলের কাছে ৬-৭ ব্যবধানে হেরে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফুটবল থেকে বিদায় নেয় ইতালির ক্লাব রোমা। আর এ বিদায়ের পর আক্ষেপে পুড়ছেন রোমার কোচ ইউসেবিও দি ফ্রান্সেস্কো। তার বিশ্বাস, ফাইনালে ওঠার জন্য আরো অনেক কিছু করতে পারত দল।

দুটি পেনাল্টি আবেদনে প্রত্যাখ্যাত হলেও হারের পেছনে কোচ দায়ী করেছেন তার খেলোয়াড়দের। ফ্রান্সেস্কোর মতে, ফাইনালে ওঠার জন্য বিশ্বাসের অভাব ছিল তার খেলোয়াড়দের মনে।

৫-২ গোলে প্রথম লেগ হারার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল রোমা। শেষদিকে দুটি গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে নেওয়ার সম্ভাবনা জাগায় তারা। কিন্তু একটি গোলের জন্য আর পেরে ওঠেনি। তাই ৪-২ গোলে ম্যাচটি জিতেও বিদায় নিতে হয়েছে ইতালিয়ানদের।

ম্যাচে রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে পারেন ফ্রান্সেস্কো। দুটি পেনাল্টি বঞ্চিত হয়েছে তারা। লিভারপুল গোলরক্ষক লরিস কারিউস ডি-বক্সের মধ্যে এডিন জেকোকে ফেলে দেওয়ার আগে ভুলবশত অফসাইড দেন লাইন্সম্যান। তাছাড়া ডি-বক্সের মধ্যে অতিথিদের ট্রেন্ট আলেক্সান্দার-আরনল্ডের হাতেও লেগেছে বল। কিন্তু পেনাল্টির দাবি জানালে রেফারি তাদের পক্ষে রায় দেননি। এতে রোমার স্পোর্টিং ডিরেক্টর চ্যাম্পিয়নস লিগে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি চালুর দাবি জানালেও রেফারির সিদ্ধান্তকে অজুহাত বানাননি কোচ।

ফ্রান্সেস্কো বলেছেন, ‘আমরা এ ধরনের অভিজ্ঞতার মধ্যে বেড়ে উঠছি। কিন্তু আমি অনুতপ্ত এই কারণে যে, এই দলের মধ্যে আরো বিশ্বাস থাকা উচিত ছিল। আমরা আরো গোল পেতে পারতাম।’

হতাশ হলেও দলের ঘুরে দাঁড়ানোয় অনুপ্রাণিত রোমার কোচ, ‘আমাদের বিদায়ে আমিই সবচেয়ে বেশি হতাশ হয়েছি। অবশ্য খেলোয়াড়দের বলেছি, ভালো করেছ। কারণ দ্বিতীয়ার্ধে এভাবে ঘুরে দাঁড়িয়ে লিভারপুলকে চেপে ধরা দারুণ ছিল।’

ভিএআর নিয়ে ফ্রান্সেস্কো যোগ করেছেন, ‘উয়েফার সঙ্গে আমি কোনো বাকবিতণ্ডায় যেতে চাই না, সেটা ক্লাবের ব্যাপার। আমি খেলোয়াড়দের নিয়ে বলতে চাই, তাদের বিশ্বাস থাকা উচিত ছিল। আমি ক্ষুব্ধ এবং অনেক বেশি অনুতপ্ত, কারণ আমি বিশ্বাস করেছিলাম আমরা কিছু করতে পারব। কিন্তু আমরা সময় নষ্ট করেছি। রেফারির সঙ্গে বাকবিতণ্ডায় যাওয়া ঠিক হয়নি। কারণ সে তো মত বদলাবে না। তাই আমাদের কেবল খেলে যাওয়া উচিত চিল। এ কারণেই আমি ক্ষুব্ধ।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads