• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

ফুটবল

ফুটসাল থেকে ছিটকে গেল বাংলাদেশ

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০৫ মে ২০১৮

থাইল্যান্ডে অনুষ্ঠিত এএফসি ওমেন্স ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় হারে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হলো বাংলাদেশকে। ফুটবলের নতুন সংস্করণে প্রথমবারের মতো খেলতে গিয়ে অভিষেক ম্যাচে মালয়েশিয়ার কাছে ৭-১ গোলে হেরেছিল সাবিনা-কৃষ্ণারা। আর দ্বিতীয় ম্যাচে ৭-০ গোলে বিধ্বস্ত হতে হয়েছে ভিয়েতনামের কাছে। গতকাল ব্যাংকক এরিনা ইনডোর স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হওয়া এ ম্যাচে লাল-সবুজরা কোনো প্রতিরোধই গড়তে পারেনি। আগামীকাল নিজেদের শেষ ম্যাচে চাইনিজ তাইপের মুখোমুখি হবে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

ফুটসালের সঙ্গে আগে পরিচিত ছিল না বাংলাদেশ মহিলা দল। এবারের আসরে নাম এন্ট্রির পরই মূলত দল নিয়ে অনুশীলন শুরু করেছিলেন কোচ ছোটন। বাংলাদেশ হ্যান্ডবল স্টেডিয়ামকে ফুটসালের ভেন্যু হিসেবে তিন সপ্তাহের অনুশীলন শেষে দল নিয়ে থাইল্যান্ডে যান তিনি। যাওয়ার আগে বলেছিলেন, এ টুর্নামেন্ট থেকে অভিজ্ঞতা অর্জন করতে চান। অভিজ্ঞতার মঞ্চ হিসেবে বিবেচনা করলেও ভালো খেলার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু মাঠের লড়াইয়ে তার ছিটেফোঁটাও দেখা যায়নি। স্বল্প সময়ের অনুশীলনে যে কিছু করা সম্ভব নয়, তা আবারো প্রমাণ হলো এ টুর্নামেন্ট দিয়ে।

গতকাল ম্যাচের শুরু থেকেই ভিয়েতনাম একক আধিপত্য বিস্তার করে। একের পর এক আক্রমণে কোণঠাসা করে ফেলে বাংলাদেশকে। গুনে গুনে সাতবার বাংলাদেশের জালে বল প্রবেশ করায় তারা। চলতি এ আসরে ভিয়েতনামের এটা টানা দ্বিতীয় জয়। নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ১-০ গোলে পরাস্ত করেছিল দলটি। টানা দুই জয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছে ভিয়েতনাম। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads