• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

ফুটবল

শিরোপার দ্বারপ্রান্তে জুভেন্টাস

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৭ মে ২০১৮

সিরি এ’র দুই ঘোড়ার লড়াই শেষপ্রান্তে। শনিবার রাতে বোলোগনার বিপক্ষে ৩-১ গোলে জয় পায় জুভেন্টাস। ফলে গতকাল রোববার তুরিনোর কাছে নাপোলি হারলেই টানা সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হবে বুফনরা।

ইউরোপের সেরা লিগগুলোর মধ্যে সিরি এ বাদে সবার শিরোপা নির্ধারিত হয় আগেই। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ, লিগ ওয়ানে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি), প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ও লা লিগায় বার্সেলোনা চ্যাম্পিয়ন হয়।

তবে সিরি এ’র লড়াই জমিয়ে তোলে নাপোলি। শীর্ষে থাকা জুভেন্টাসকে হারিয়ে পয়েন্ট ব্যবধান মাত্র ১-এ নামিয়ে আনে। ১৯৯০ সালের পর প্রথমবারের মতো শিরোপা জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলে। কিন্তু গত ম্যাচে তারা ফিওরেন্টিনার কাছে হেরে যায়। বিপরীতে ইন্টার মিলানকে হারায় জুভেন্টাস। ফলে নাপোলির চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা ফিকে হয়ে যায়।

কোচ ম্যাসিমিলিয়ানো আল্লেগ্রির শিষ্যরা এবার বোলোগনার বিপক্ষেও জয়ের ধারা বজায় রেখেছে। নাপোলি জয়ে না ফিরলে দুই ম্যাচ হাতে থাকতেই চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মেতে উঠবে তারা।

পয়েন্ট টেবিলে ৩৬ ম্যাচে ৯১ পয়েন্ট শীর্ষে থাকা জুভেন্টাসের। এক ম্যাচ কম খেলে ৮৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নাপোলি। রোমা ও ল্যাজিও ৩৫ ম্যাচে সমান ৭০ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে। জুভিদের কাছে এদিন হেরে যাওয়া বোলোগনা ৩৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে আছে ১২তম স্থানে।

নিজেদের মাটিতে খেলা। প্রতিপক্ষও তুলনামূলক দুর্বল। শুরুর দিক থেকে আক্রমণও চালায়। তবুও শুরুতে পিছিয়ে পড়ে জুভেন্টাস। ম্যাচের ৩০ মিনিটে একটি দুর্বল পাস দেন গোলরক্ষক বুফন। ডি বক্সের মধ্যে সেই বল নিয়ন্ত্রণে নেন বোলোগনার ক্রেইসেটিগ। তাকে থামাতে গিয়ে ফাউল করেন ড্যানিয়েল রুগানি। ফলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। হলুদ কার্ড দেখানো হয় রুগানিকে। ভিএআর পদ্ধতির সুবাদে লাল কার্ড থেকে বেঁচে যান তিনি। তবে পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি সফরকারী দলের সিমিওনে ভার্ডি।

বিরতির আগে গোলটি শোধ করতে পারেনি জুভেন্টাস। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা ডগলাস কস্তার অসাধারণ পারফরম্যান্সে জয় পেতে কষ্ট হয়নি স্বাগতিকদের। খেলার ৫৪ মিনিটে বোলোগনার ডি মাইও’র আত্মঘাতী গোলে সমতায় ফেরে তারা।

খেলার ৬৩ মিনিটে লিড পায় জুভেন্টাস। কস্তার অসাধারণ পাস থেকে পাওয়া বল জালে জড়িয়ে দেন সামি খেদিরা। ছয় মিনিট পর লিডকে ডাবলে নিয়ে যান পাওলো দিবালা। এবারো ব্রাজিলিয়ান তারকা বল পাস দেন। সেটি গোলে পরিণত করেন আর্জেন্টাইন ফুটবলার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads