• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

ফুটবল

অনুশীলনে নেইমার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৭ মে ২০১৮

ফ্রান্সের শীর্ষ ক্লাব প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) অনুশীলনে ফিরলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। যেখানে এই তারকার লক্ষ্য বিশ্বকাপের আগেই নিজেকে প্রস্তুত করা। এর আগে গত ফেব্রুয়ারির শেষে লিগ ওয়ানের ম্যাচে মার্শেইর বিপক্ষে খেলতে গিয়ে ডান পায়ে গুরুতর চোট পান বিশ্বের সবচেয়ে দামি এ ফুটবলার।

পিএসজি কোচ উনাই এমেরি এ ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন, মৌসুমের শেষ দিকের ম্যাচগুলোতে নেইমার লিগ ওয়ান চ্যাম্পিয়নদের হয়ে মাঠে নামতে পারেন।

দীর্ঘ ইনজুরির সময় নেইমার অস্ত্রোপচারের পর তার নিজ দেশ ব্রাজিলেই পুনর্বাসনে ছিলেন। কিন্তু শনিবার ফ্রান্সে ফিরে পিএসজির জিমে ঘাম ঝরান তিনি।

পিএসজি সর্বশেষ লিগ ওয়ানে এমিনেসের বিপক্ষে ২-২ গোলে ড্র করে। আর আগামীকাল মঙ্গলবার তৃতীয় সারির দল লেস হারবিয়েসের বিপক্ষে কাপ ডি ফ্রান্সের ফাইনালে লড়বে দলটি। এ ম্যাচটি জিতলে আবার ঘরোয়া ট্রেবল নিশ্চিত করবে এমেরির শিষ্যরা।

এ ছাড়া লিগের শেষ দুটি ম্যাচে আগামী ১২ ও ১৯ মে যথাক্রমে রেনেস ও সেনের বিপক্ষে লড়বে পিএসজি।

এদিকে আগামী ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে ব্রাজিল। যেখানে গ্রুপ পর্বে তিতের শিষ্যদের কোস্টারিকা ও সার্বিয়ার বিপক্ষেও লড়তে হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads