• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

ফুটবল

গন্তব্য কোথায় ইনিয়েস্তার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৯ মে ২০১৮

বার্সেলোনায় নিজের ক্যারিয়ারের ইতি টানেন আন্দ্রেস ইনিয়েস্তা। অশ্রুসজল নয়নে বিদায়ের বার্তা জানান। ইউরোপের কোনো ক্লাবে যাচ্ছেন না- সেটাও নিশ্চিত করেন। তবে নিজের পরবর্তী গন্তব্যের কথা স্পষ্ট করেননি। তাই তাকে দলে নিতে ইউরোপের বাইরের লিগগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই তালিকায় এবার যুক্ত হলো অস্ট্রেলিয়ার এ-লিগ।

বার্সা ছেড়ে চাইনিজ সুপার লিগের (সিএসএল) ক্লাব চংকিং লিফানে যোগ দেওয়ার কথা ছিল ইনিয়েস্তার। কিন্তু সিএসএলের আর্থিক নিয়মের কারণে পিছিয়ে যায় ক্লাবটি। জাপানের জে-লিগের দল ভিসেল কোবে ২০১০ বিশ্বকাপ জয়ী ইনিয়েস্তাকে পেতে আগ্রহী। এজন্য প্রতি মৌসুমে ২৫ মিলিয়ন ইউরো খরচ করতেও রাজি ক্লাবটি।

তবে স্প্যানিশ গণমাধ্যম জানায়, অস্ট্রেলিয়ার পরিবেশ ও জীবনমানের কথা বিবেচনা করে এ-লিগে যোগ দিতে আগ্রহী ইনিয়েস্তা। ফলে ফুটবল ফেডারেশন অস্ট্রেলিয়া (এফএফএ) স্প্যানিশ তারকাকে তাদের টুর্নামেন্টে দেখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

‘স্পোটর্’-এর প্রতিবেদনে বলা হয়, যে দেশে পরিবার নিয়ে শান্তিতে থাকা যাবে এবং যে লিগে এর আগেও ইউরোপিয়ান খেলোয়াড়রা যোগ দিয়েছেন সেখানে যেতে চান বার্সেলোনার অধিনায়ক।

এ-লিগে ইতোমধ্যে বেশ কয়েকজন তারকা খেলোয়াড় যোগ দেন। মেলবোর্ন সিটি এফসির হয়ে কয়েক মাস খেলেন সাবেক বার্সা তারকা ডেভিড ভিয়া। সর্বশেষ প্রতিযোগিতাটিতে নাম লেখান আলেসান্দ্রো ডেল পিয়েরো।

বড় তারকাদের দলে নিতে এ-লিগে তিন মিলিয়ন ডলারের মার্কি তহবিল (খেলোয়াড়কে বেতন সীমার আওতাভুক্ত নয়) আছে। জানা যায়, সিডনি এফসি, মেলবোর্ন ভিক্টরি, নিউক্যাসল জেটস ও ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স ইনিয়েস্তার জন্য এ অর্থ খরচ করতে আগ্রহী।

বার্সেলোনায় এক সোনালি সময় পার করেছেন ইনিয়েস্তা। জিতে নিয়েছেন লিওনেল মেসির সমান শিরোপা। কাতালান ক্লাবটির হয়ে ৩১টি ট্রফি হাতে তুলেছেন। কখনো ব্যালন ডি অর জিততে না পারলেও তৃতীয় হয়েছেন। স্পেনের জার্সি গায়ে ইউরোতে চ্যাম্পিয়ন হয়েছেন। ২০১০ সালে বিশ্বকাপ জয়ের স্বাদও পেয়েছেন মাঝমাঠ দাপিয়ে বেড়ানো এই তারকা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads