• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

খেলা

নয় ইভেন্টের ফাইনালে বাংলাদেশ

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০৯ মে ২০১৮

আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপের দশটি ইভেন্টের মধ্যে ৯ ইভেন্টের ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। আজ সকালে স্বর্ণপদকের লড়াইয়ে মাঠে নামবেন বাংলাদেশের আর্চাররা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সকাল ৯টা থেকে শুরু হবে বিভিন্ন ইভেন্টের ফাইনালের লড়াই। এ ৯ ইভেন্টের মধ্যে একটি ইভেন্টের স্বর্ণপদক নিশ্চিত করে ফেলেছে লাল-সবুজরা। পুরুষ কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টের ফাইনালের দুই প্রতিযোগী বাংলাদেশের হওয়ায় পদকটি নিশ্চিত হয়। গতকাল এ ইভেন্টের সেমি-ফাইনালে অসীম কুমার দাস ১৪১-১৩৮ পয়েন্টে স্বদেশি মিলন মোল্লাকে পরাজিত করে ফাইনালের মহামঞ্চে পা রাখেন। দিনের আরেক সেমি ফাইনালে স্বাগতিক আর্চার আবুল কাশেম মামুন সফরকারী ইরাকের প্রতিযোগীকে ১৪০-১৩৩ পয়েন্টে ধরাশায়ী করে স্বর্ণপদকের লড়াই নিশ্চিত করেন। ফাইনালে স্বাগতিক দুই প্রতিযোগী আজ মাঠে নামবেন। তবে ফাইনালে সোনা জয়ের স্বপ্ন আবুল কাশেম মামুনের, ‘গত দুই রাউন্ডেও আমার খেলা ভালো ছিল না। মানে, আমি যেভাবে খেলি, সেটা পারিনি। কিন্তু ভাগ্য পাশে ছিল। আজ একটু ভালো করেছি। ফাইনালে যদি আমরা নিজেদের খেলাটা খেলতে পারি আর ভাগ্য একটু পাশে থাকে, তাহলে সোনা জিততে পারব। অবশ্যই যেই জিতুক, সোনা-রুপা আমাদেরই থাকবে।’

রিকার্ভ ডিসিপ্লিনে ছেলেদের দলগত ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। দলের হয়ে খেলা তামিমুল ইসলাম-ইব্রাহিম ও রোমান সানা সেমি-ফাইনালে ৫-১ সেট পয়েন্টে হারায় ইরাককে। ফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ এ ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। মেয়েদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে বাংলাদেশি আর্চার নাসরিন আক্তার উঠতে ব্যর্থ হলেও রোকসানা আক্তার ঠিকই নিজের জাত চিনিয়েছেন। তিনি স্বদেশি বন্যা আক্তারকে ১৪৩-১৩৮ পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছেন। নাসরিন আক্তারের সামনেও সুযোগ ছিল সোনার লড়াইয়ে নাম লেখানোর। কিন্তু এ ইভেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ইরাকের ফাতিমা আল মাসাদানির কাছে নাসরিনকে সেমি ফাইনালে হেরে যাওয়া এ আর্চার ব্রোঞ্জের লড়াইয়েও হেরে গেছেন। ফাইনালের মহারণে প্রতিপক্ষ আর্চার ফাতিমাকে এগিয়ে রাখলেও নিজের জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী রোকসানা, ‘ফাতিমা ভালো করেছে কিন্তু আমিও অতটা যে খারাপ করেছি, তা নয়। তবে সে আমার চেয়ে ভালো। গোল্ড মেডেলিস্ট। তবে আল্লাহ সহায় থাকলে আমি জিতব। ইনডিভিজুয়াল ম্যাচে একটু চাপ থাকে। প্রতিপক্ষকে হারাতে পারব কিনা সেটা নিয়ে টেনশন থাকে। তবে ফাইনালে লক্ষ্য নিজের খেলাটা নির্ভার থেকে খেলা।’

এবারের আসরে রিকার্ভ মেয়েদের দলগত ইভেন্টে মাত্র দু’টি দল নিজেদের নাম এন্ট্রি করেছিল। তাই ‘বাই’ পেয়ে দু’টি দলই ফাইনালে পৌঁছে গেছে। এ দু’টি দল হচ্ছে বাংলাদেশ ও আজারবাইজান। ফাইনালে বাংলাদেশের হয়ে খেলবেন নাসরিন-বিউটি রায় ও রাদিয়া আক্তার শাপলা। তিন দল হওয়ায় র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা বাংলাদেশ ‘বাই’ পেয়ে ছেলেদের কম্পাউন্ড দলগত ইভেন্টের ফাইনালে উঠেছে। আশিকুজ্জামান অনয়-অসীম-মামুনে সাজানো দল  সোনার জন্য ফাইনালে লড়বে সেমি-ফাইনালে নেপালকে হারানো ইরাকের বিপক্ষে। রিকার্ভ মিশ্র ইভেন্টের সেমি-ফাইনালে রোমান-নাসরিন জুটি ৬-২ সেট পয়েন্টে হারান কিরগিজস্তানকে। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ তুরস্ক।

মেয়েদের কম্পাউন্ড দলগত ইভেন্টেও দল সংখ্যা এবার মাত্র তিনটি। তাই ‘বাই’ পেয়ে সরাসরি ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আজ সোনার লড়াইয়ে স্বাগতিকদের লড়াইয়ে নামতে হবে নেপালের বিরুদ্ধে। লাল-সবুজদের হয়ে খেলবেন রোকসানা-বন্যা-রিতু আক্তার। কম্পাউন্ডের মিশ্র ইভেন্টের ফাইনালেও ‘বাই’ পেয়ে উঠেছে বাংলাদেশ। নেপালকে হারিয়ে ফাইনালে ওঠা ইরাকের বিপক্ষে সোনার জন্য লড়বেন রোকসানা-অসীম।

পুরুষ রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে ওঠা রোমান সানা সেমি-ফাইনালে ৬-২ সেট পয়েন্টে হারান এস্তোনিয়ার মার্ট ওনাকে। সোনার লড়াইয়ে তার প্রতিপক্ষ ইরাকের প্রতিযোগী আবদুল্লাহ বিন আলী। এই ইভেন্টের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে তার কাছে হেরে যান বাংলাদেশের তামিমুল। গত সাউথ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে সোনা জিততে ব্যর্থ হওয়া রোমান এবার সেরা সাফল্য পেতে উন্মুখ হয়ে আছেন, ‘সাউথ এশিয়ান আর্চারিতে ইব্রাহিম শেখের কাছে হেরেছিলাম কিন্তু দুঃখ ছিল না। ও আসলে খুব ভালো করেছিল। এবার চোট আর অভিজ্ঞতার কমতির কারণে ইব্রাহিম পারেনি। গতবার এই প্রতিযোগিতায় আমিও সোনা জিততে পারিনি। আশা করি, এবার সে আক্ষেপটা নিয়ে শেষ করতে হবে না।’

 

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads