• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

রুশ প্রাথমিক দলে ডোপিং বিতর্ক

ছবি : ইন্টারনেট

ফুটবল

রুশ প্রাথমিক দলে ডোপিং বিতর্ক

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১২ মে ২০১৮

ডোপ বিতর্ক যেন রাশিয়ান ক্রীড়াঙ্গনের চিরসঙ্গী হয়ে গেছে। তার ধারাবাহিকতায় এবার বিশ্বকাপ প্রাথমিক দলেও লেগে গেল ডোপিং পাপের আঁচ। ডিফেন্ডার কামবোলোভের বিরুদ্ধে ডোপ নেওয়ার অভিযোগ এনে ছিল ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি (ওয়াডা)। অলিম্পিকে ক্রীড়াঙ্গনের নানা শাখায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ডোপিং কেলেঙ্কারিতে রাশিয়ার জড়িত থাকার অভিযোগ এনে প্রতিবেদন প্রকাশ করেছিল ওয়াডা। সেই প্রতিবেদনে কামবোলোবের বিরুদ্ধে অভিযোগটি উঠে আসে। সেই অভিযোগের ভিত্তিতে ওই রুশ ফুটবলারের বিরুদ্ধে তদন্ত করেছে ফিফা। কিন্তু তদন্ত নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি। এমন একজন ফুটবলারকে রেখে ঘরের মাঠের বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করে বিতর্কের জন্ম দিয়েছে আয়োজক রাশিয়া।

তবে ক্যামবোলোভের আইনজীবী অবশ্য বলছেন ভিন্নকথা। প্রমাণের অভাবে তার মক্কেলের বিরুদ্ধে করা ডোপিং মামলা খারিজ হয়ে গেছে। তবে ফিফা এখনো স্পষ্ট করে কিছু জানায়নি। নিজেদের দেশে বিশ্বকাপ খেলবে রাশিয়া। কিন্তু আসরে ভালো করার আত্মবিশ্বাসটা জোগাতে পারছেন না রুশ ফুটবলাররা। কারণ মাঠের লড়াইয়ে তারা ভুগছেন জয়ের খড়ায়। গত পাঁচ ম্যাচে একটিতেও জয়ের দেখা পায়নি দেশটি। ২০১৮ বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দলগুলোর বিপক্ষে ২০১৬ সাল থেকে এ যাবৎ ১৩টি ম্যাচ খেলেছে স্বাগতিক রাশিয়া। কিন্তু জয়ধরা দিয়েছে কেবল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। মাঠের পারফরম্যান্সের এই ডামাডোলের মধ্যে ডোপিং বিতর্ক মানসিকভাবে একটু হলেও হতাশ করবে রুশ ফুটবলারদের।

২৮ জনের প্রাথমিক দলে রাশিয়ার বাইরের ক্লাব থেকে জায়গা পেয়েছেন মাত্র তিনজন। ভিয়ারিয়ালের উইঙ্গার ডেনিস চেরিশেভ, ফেনারব্যাচের ডিফেন্ডার রোমান নিউস্তায়েদতার ও ব্রাগ গোলরক্ষক ভ্লাদিমির গ্যাবুলোভ। হাঁটুর ইনজুরি কাটিয়ে উঠতে না পারায় দল থেকে ছিটকে গেছেন জেনিত সেন্ট পিটার্সবুর্গ ফরওয়ার্ড অ্যালেকজান্ডার কোকোরিন। তবে আক্রমণভাগে হুঙ্কার ছাড়তে থাকছেন ক্রাসনোদারের ফাইয়োদর স্মলোভ ও আর্সেনাল তুলার আর্তিওম ডিজুবা।

১৪ জুন মস্কোতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক রাশিয়া খেলবে সৌদি আরবের বিপক্ষে। এ গ্রুপের অন্য ম্যাচে ১৯ জুন মিসরের বিপক্ষে তারা লড়বে সেন্ট পিটার্সবুর্গে। ২৫ জুন সামারায় রাশিয়ার প্রতিপক্ষ উরুগুয়ে। ফুটবল দুনিয়ার সর্বোচ্চ আসরকে সামনে রেখে আরো দুটি প্রীতি ম্যাচ খেলবে রাশিয়া। ৩০ মে অস্ট্রিয়ার আতিথ্য নেবে তারা। ৫ জুন মস্কোতে মুখোমুখি হবে তুরস্কের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads