• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

ফুটবল

আবাহনী-ফরাশগঞ্জ ফাইনাল আজ

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৩ মে ২০১৮

প্রিমিয়ার লিগে খেলা দলগুলোকে নিয়ে আয়োজিত অনূর্ধ্ব-১৮ যুব ফুটবলের ফাইনালে কখনোই খেলা হয়নি ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের। তৃতীয় আসরেই এসে বাজিমাত করে পুরান ঢাকার দলটি। এখন তাদের দৃষ্টি শিরোপায়। ফাইনালে দেশসেরা ক্লাব আবাহনীকে পরাজিত করে নিজেদের ফুটবলের ইতিহাসটা নতুন করে রচনা করতে চায় আবু ফয়সালের দল। ছাড় দিতে নারাজ আকাশি-নীল শিবিরও। প্রথম দুই আসরের শিরোপা জিততে না পারার আক্ষেপ রয়েছে আবাহনীর মনে। এবার সে আক্ষেপের অনলে জল ঢালতে চায় ধানমন্ডির ক্লাব দলটি। ফাইনালের রঙিন মঞ্চে ফরাশগঞ্জকে হারিয়ে প্রথমবারের মতো যুব ফুটবলের শিরোপায় চুমো খেতে প্রস্তুত সৈয়দ গোলাম জিলানীর শিষ্যরা।

আজ বিকাল সাড়ে চারটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফাইনালের মহারণকে সামনে রেখে প্রস্তুত দু’দলই। কাগজে-কলমে শক্তির বিচারে আবাহনীর চেয়ে কিছুটা পিছিয়ে ফরাশগঞ্জ। কিন্তু গ্রুপপর্বে আকাশি-নীল শিবিরকে ১-০ গোলে পরাস্ত করেও পয়েন্ট পায়নি তারা। কারণ, দলের বেশ কয়েকজন ফুটবলারের বিরুদ্ধে বয়স চুরির অভিযোগ উঠেছিল। তাই ফেডারেশন ফরাশগঞ্জের জয় কেড়ে নিয়ে আবাহনীকে ওই ম্যাচের বিজয়ী ঘোষণা করেছিল। গ্রুপপর্বে ওই হারের পরও কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পাওয়া ফরাশগঞ্জকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। মাত্র একদিনের প্রস্তুতিতে গঠন করা দল নিয়ে সেমিফাইনালে সাডেন ডেথে ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে ‘লালকুঠি’খ্যাত ফরাশগঞ্জ। তাড়াহুড়ো করে গঠন করা একটি দল নিয়ে এতদূর পর্যন্ত আসতে পারায় আত্মবিশ্বাসও এখন বেশ তুঙ্গে পুরান ঢাকার দলটির। ফাইনালের রঙিন মঞ্চে শেষ হাসি হাসতে চান তিনি, ‘মাত্র একদিনের প্রস্তুতি নিয়ে আমরা টুর্নামেন্টে খেলতে নেমেছিলাম। তৃতীয় বিভাগ থেকে গুটিকতক খেলোয়াড় আর ট্রায়াল থেকে বাছাই করা খেলোয়াড়দের দিয়েই বাজিমাত করেছি। এখন অপেক্ষা শিরোপা জয়ের। আমরা প্রস্তুত আবাহনীর বিরুদ্ধে লড়াই করতে।’

আবাহনীর কোচ সৈয়দ গোলাম জিলানী শিরোপা জয়ের ব্যাপারে বেশ আশাবাদী, ‘প্রতিপক্ষ হিসেবে ফরাশগঞ্জ কঠিন প্রতিপক্ষ। তারা যোগ্য দল হিসেবেই ফাইনালে পা রেখেছে। তবে আমরা ছাড় দেব না। নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছে ছেলেরা। শিরোপা জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads