• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

ফুটবল

ফরাশগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন আবাহনী

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৪ মে ২০১৮

পেশাদার ফুটবল লিগের ছয়টি শিরোপা নিজেদের শোকেসে সাজিয়ে রেখেছে দেশের অন্যতম শীর্ষ ক্লাব দল আবাহনী। কিন্তু অনূর্ধ্ব-১৮ ফুটবলের গত দুটি আসরের একটিও জিততে না পারার আক্ষেপের আগুন জ্বলছিল আকাশি-নীল শিবিরে। অবশেষে যুবাদের শিরোপাও নিজেদের করে নিয়েছে ধানমন্ডির ক্লাবটি। গতকাল ফাইনালের মহারণে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে ছোটদের বড় শিরোপা জিতে নিয়েছে তারা। তবে ম্যাচজয়ী গোলটি ঘিরে উঠেছে বিতর্ক। ম্যাচের সাত মিনিটে করা রিমনের গোলের ঠিক আগ মুহূর্তে আবাহনীর অধিনায়ক রফিকুল ইসলাম সুমন ফরাশগঞ্জের গোলরক্ষক সাজিবুল ইসলামকে ধাক্কা দিয়ে ফেলে দিলেও তা দৃষ্টিতে আনেননি রেফারি আনিসুর রহমান। ফরাশগঞ্জের ফুটবলাররা গোল বাতিলের দাবি তুললেও তা আমলে নেননি রেফারি। এ সময় খেলা প্রায় ৫ মিনিট বন্ধ ছিল।

গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল সাড়ে ৪টায় শুরু হওয়া ফাইনালের এ মহারণে হারলেও দারুণ খেলেছে পুরান ঢাকার ক্লাবটি। গোল হজমের পর থেকেই যেন জ্বলে ওঠেন আবু ফয়সাল আহমেদের শিষ্যরা। ৩১ মিনিটেই ম্যাচে সমতা ফেরানোর দারুণ একটি সুযোগ হাতছাড়া করে দলটি। জটলার মধ্যে বল পেয়েও ফরাশগঞ্জের ফরোয়ার্ডরা তা কাজে লাগাতে পারেননি। গোললাইনের ঠিক সামনে থেকে ফিরে আসতে হয়েছে তাদের। দশ মিনিট পর আবারো আবাহনীর ভিত কাঁপিয়ে দেয় ফরাশগঞ্জ। এবার জয় চন্দ্র বর্মণের কোনাকুনি শট আবাহনীর এক ডিফেন্ডারের পায়ে লেগে বাইরে চলে যায়।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে নিজেদের আক্রমণের ধারা অব্যাহত রেখেছিল পুরান ঢাকার ক্লাবটি। ৫২ মিনিটে মিডফিল্ডার রফিকুল ইসলাম বক্সের ভেতর থেকে দু’বার আঘাত হেনেছিলেন আবাহনী শিবিরে। কিন্তু কপালটা এতই মন্দ যে, প্রথমবার এক ডিফেন্ডার আর দ্বিতীয় প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন আবাহনীর গোলরক্ষক আরিফুল ইসলাম। এরপর আরো বার দুয়েক আক্রমণ করেও ফল পায়নি এক দিনের প্রস্তুতিতে যুব ফুটবলে দল গড়া ফরাশগঞ্জ। ম্যাচের ৭০ মিনিটে বলার মতো একটি আক্রমণ রচনা করেছিল আবাহনী। দলটির ফরোয়ার্ড মিনহাজুল ইসলাম ফরাশগঞ্জের দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বক্সে প্রবেশ করলেও ব্যর্থ হন গোল আদায়ে। বলে শট নেওয়ার আগেই নিজের কন্ট্রোল হারিয়ে মাটিতে পড়ে যান। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় আবাহনীকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads