• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

ফুটবল

রিয়ালের বড় জয়

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৪ মে ২০১৮

ওয়েলস তারকা গ্যারেথ বেলের জোড়া গোলে শনিবার রাতে লা লিগায় সেল্টা ভিগোকে ৬-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ের ফলে কিয়েভে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মূল একাদশে বেলের থাকা নিয়ে নতুন করে ভাবতে হবে রিয়াল কোচ জিনেদিন জিদানকে।

চলতি আসরে এটা যৌথভাবে সর্বোচ্চ ব্যবধানে জয়। এর আগে লাস পালমাসকে ৬-০ গোলে হারায় জিরোনা। দেপোর্তিভো লা করুনার বিপক্ষে রিয়াল জেতে ৭-১ গোলে। সেভিয়ার বিপক্ষে ৩-২ গোলে হারের পর নিয়মিত খেলোয়াড়দের প্রায় সবাইকে ফেরান জিনেদিন জিদান। আগের ম্যাচে সাদামাটা ফুটবল খেলা রিয়ালকে এদিন দেখা যায় স্বরূপে। পায়ের ইনজুরির কারণে এই ম্যাচে মাঠের বাইরে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে রোনালদোর অভাব বুঝতেই দেননি বেল, ইসকোরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে ১৩ মিনিটে বেলের গোলে মাদ্রিদ এগিয়ে যায়। লুকা মডরিচের বাড়ানো বল থেকে বেল গোল করেন। ৩০ মিনিটে অনেকটা একক প্রচেষ্টায় বেল বাঁ পায়ের জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন। ৩২ মিনিটে ইসকোর গোলে মাদ্রিদ ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়। মরক্কান মিডফিল্ডার আচরাফ হাকিমি ৫২ মিনিটে দলের পক্ষে চতুর্থ গোলটি করেন। ৭৪ মিনিটে সার্জি গোমেজের আত্মঘাতী গোলে রিয়ালের গোলের সংখ্যা বাড়ে, অন্যদিকে সেল্টার ব্যর্থতার ষোলোকলা পূর্ণ হয়। ৮১ মিনিটে জার্মান তারকা টনি ক্রুস রিয়ালকে ষষ্ঠ গোল উপহার দেন।

মঙ্গলবার জন্মগ্রহণ করা তৃতীয় সন্তান অ্যাক্সেল চার্লসের উদ্দেশে বেল তার গোল উদযাপন করেন। ম্যাচ শেষে জিদান বলেছেন, ‘এতে এটাই প্রমাণ হয় সবাই উজ্জীবিত অবস্থায় আছে, একই সঙ্গে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের জন্য পুরোপুরি প্রস্তুত আছে। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে দল বাছাই করা এখন সত্যিই কঠিন হয়ে গেল।’

এই জয়ে লিগ শিরোপা নিশ্চিত করা বার্সেলোনার থেকে ১৫ ও নগর প্রতিদ্বন্দ্বী আটলেটিকো থেকে ৩ পয়েন্ট পিছিয়ে রিয়াল টেবিলের তৃতীয় স্থানেই থাকল। ৩৭ ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন রিয়ালের পয়েন্ট ৭৫। আগেই শিরোপা নিশ্চিত করা বার্সেলোনার পয়েন্ট ৯০, এক ম্যাচ কম খেলেছে তারা। আর দ্বিতীয় স্থান প্রায় নিশ্চিত করা আটলেটিকোর পয়েন্ট ৭৮। তারা গেতাফেকে শনিবারের অপর ম্যাচে ১-০ গোলে পরাজিত করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads