• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
 লেভান্তে স্বপ্নচুর্ণ বার্সার

 লেভান্তে স্বপ্নচুর্ণ বার্সার

ছবি : ইন্টারনেট

ফুটবল

 লেভান্তে স্বপ্নচুর্ণ বার্সার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৫ মে ২০১৮

লা লিগার ইতিহাসে যে রেকর্ড কেউ গড়তে পারেনি, সেটির পথে এগিয়ে চলছিল বার্সেলোনা। স্বপ্ন দেখে পুরো মৌসুম অপরাজিত থাকার। সেটি আর হলো না। তীরে এসে তরী ডুবল কাতালানদের। রোববার তাদের স্বপ্ন ভঙ্গ করে ১৫তম স্থানে থাকা লেভান্তে। নিজেদের মাঠে চ্যাম্পিয়নদেরকে হারায় ৫-৪ গোলের ব্যবধানে।

দীর্ঘ ৪০০ দিন পর লা লিগায় প্রথমবার হারল বার্সেলোনা। গত বছরের ৮ এপ্রিল মালাগার মাঠে সর্বশেষ হারে। পরের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয় পায় ৩-২ গোলে। সেখানে থেকে অপরাজিত থাকার দৌড় শুরু হয়। দুই মৌসুম মিলে টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকে। তবে এবারের মৌসুমের এক ম্যাচ বাকি থাকতে তাদের অপরাজিত থাকার দৌড় থেমে গেল।

খেলার ৯ মিনিটে ইমানুয়েল বোয়েটাংয়ের গোলে এগিয়ে যায় লেভান্তে। ম্যাচের ৩০ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। বার্সা পিছিয়ে পড়ে ২-০ গোলে। এর আট মিনিট পর বার্সার ফিলিপে কুতিনহো একটি গোল শোধ করে দেন। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই গোল ব্যবধান বৃদ্ধি করেন লেভান্তের এনিস বর্ধি। খেলার ৪৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ঘানার বোয়েটাং। খেলার ৫৬ মিনিটে বর্ধির জোড়া গোল পূর্ণ হয়। তাতে বার্সেলোনা ১-৫ গোলে পিছিয়ে পড়ে।

ঘুরে দাঁড়াতে মরিয়া বার্সেলোনা আরো তিনটি গোল শোধ করে। খেলার ৫৯ ও ৬৪ মিনিটে পর পর দুটি গোল করে হ্যাটট্রিক করেন কুতিনহো। আর ৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সুয়ারেজ।

পাঁচ যুগেরও বেশি সময় পর লা লিগার ম্যাচে চার গোল করেও হারল কাতালানরা। সবশেষ ১৯৫০ সালে আটলেটিকোর বিপক্ষে তারা হারে ৪-৬ গোলের ব্যবধানে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads