• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

ফুটবল

পয়েন্টের সেঞ্চুরি ম্যানসিটির

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৫ মে ২০১৮

ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসের প্রথম দল হিসেবে এক মৌসুমে ১০০ পয়েন্টের মাইলফলক অর্জন করল ম্যানচেস্টার সিটি। রোববার রাতে সাউদাম্পটনকে ১-০ গোলে হারিয়ে এই ইতিহাস গড়ে সিটিজেনরা। এদিন লিগের শেষ ম্যাচে ম্যানসিটির হয়ে একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুস। আর শিষ্যদের এই অর্জনে দারুণ রোমাঞ্চিত কোচ পেপ গার্দিওলা- ‘১০০ পয়েন্ট, আমি এখনো বিশ্বাস করতে পারছি না।’

এ মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা আগেই নিশ্চিত করে ফেলেছিল ম্যানসিটি। শিরোপা দৌড়ে দলটির ধারে-কাছে কেউ ছিল না। ফলে শেষদিকের ম্যাচগুলোয় দলটির লক্ষ্যও ছিল ইতিহাসের প্রথম দল হিসেবে ১০০ পয়েন্ট অর্জনের। লিগে শেষ ম্যাচে এসে সেই লক্ষ্যও পূরণ করেছেন গার্দিওলার শিষ্যরা। মৌসুম শেষে ৩৮ ম্যাচে ৩২ জয় নিয়ে সিটিজেনদের পয়েন্ট এখন ১০০।

এবারের আসরে রানার্সআপ হওয়া ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ গোলে হারিয়েছে ওয়াটফোর্ডকে। ৩৮ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করল মরিনহোর শিষ্যরা। এদিন ওল্ড ট্র্যাফোর্ডে নিজের শেষ ম্যাচ খেলেছেন মাইকেল ক্যারিক। এফএ কাপের ফাইনাল দিয়ে ফুটবল ক্যারিয়ার শেষ করবেন রেড ডেভিলদের অধিনায়ক।

এবারের লিগে ৭৭ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে টটেনহ্যাম। লিগের শেষ ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে ৯ গোলের রোমাঞ্চে ৫-৪ ব্যবধানে অসাধারণ এক জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পার।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করা লিভারপুল চতুর্থ স্থানে থেকে মৌসুম শেষ করেছে। অলরেডরা ঝুলিতে পুড়েছে ৭৫ পয়েন্ট। লিগের শেষ ম্যাচে মিসরীয় তারকা মোহাম্মদ সালাহর রেকর্ডের দিনে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে ৪-০ গোলে হারিয়েছে জুর্গেন ক্লপের দল।

পঞ্চম স্থানে থাকা চেলসির পয়েন্ট ৭০। এর ফলে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেছে দ্য ব্লুজরা। লিগের শেষ ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ৩-০ গোলে হেরেছে কন্তের দল। এর ফলে আগামী মৌসুমে ইউরোপীয় ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতা ইউরোপা লিগে খেলতে হবে দলটিকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads