• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
মুশফিকের  বিশ্বকাপ দুঃখ

মেসির খুব বড় ভক্ত মুশফিকুর রহিম

ইন্টারনেট

ফুটবল

মুশফিকের বিশ্বকাপ দুঃখ

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৬ মে ২০১৮

রাশিয়ায় চলছে বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশ্বজয়ের ছক আঁকছে ফেভারিট দলগুলো। অভিষেক আসরে মাতিয়ে দেওয়ার প্রস্তুতি ছোট দলগুলোর। সব মিলিয়ে বিশ্বকাপের আমেজে বুঁদ গোটা বিশ্ব। বাংলাদেশও তার বাইরে নয়। খোদ জাতীয় দলের ক্রিকেটাররাও বিভক্ত প্রিয় দলের সমর্থন নিয়ে। তবে ব্যতিক্রম মুশফিকুর রহিম। তার পছন্দে রয়েছে বৈচিত্র্য। তবে আসন্ন বিশ্বকাপ নিয়ে অনেক দুঃখ তারকা এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের।

মুশফিকের প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি। কিন্তু প্রিয় দল নেদারল্যান্ডস। সব মিলিয়ে গণ্ডগোল অবস্থা। এবারের বিশ্বকাপে নেই নেদারল্যান্ডস। রোবেনরা অতিক্রম করতে পারেননি বিশ্বকাপ বাছাই পর্বের বৈতরণী। ফলে আসন্ন বিশ্বকাপ নিয়ে মুশফিকের অনেক দুঃখ। তবে প্রিয় খেলোয়াড় যেহেতু মেসি, তাই মুশফিকের প্রত্যাশা আর্জেন্টিনা দল যেন অনেক দূর যেতে পারে, যাতে করে তিনি মেসির খেলা দেখার সুযোগ হয়।

গতকাল মুশফিকের ফ্যানপেজের ছিল বর্ষপূর্তি। এ উপলক্ষে মিরপুরের একটি রেস্টুরেন্টে ভক্তদের সঙ্গে সময় কাটান মুশফিক। তার মাথায় ছিল বার্সেলোনার ক্যাপ। নিশ্চয় আর্জেন্টিনার ফ্যান? এমন প্রশ্ন জুড়ে দিতেই মুশফিক বলেন, ‘চুলের অবস্থা বেশি ভালো নয়, এজন্য ক্যাপ পরে এসেছি। আমি যে দলকে সাপোর্ট করি দুঃখজনক হলো সে দল বিশ্বকাপে কোয়ালিফাই করেনি। নেদারল্যান্ডস। আমি মেসির খুব বড় ভক্ত। আমি চাই আর্জেন্টিনা অনেক দূরে যাক, আর মেসির খেলা যেন বেশি দেখতে পারি।’

ক্রিকেট নিয়েও কথা বলেছেন মুশফিক। আসন্ন আফগান সিরিজ নিয়ে বেশ আশাবাদী তিনি। তার মতে, দারুণ একটা সিরিজ হবে। তারকা স্পিনার রশিদ খান থাকলেও তাকে নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা নিয়েই এগোবে দল, এমন বিশ্বাস মুশফিকের। তিনি বলেন, ‘রশিদকে তো আমরা অনেকেই বিপিএলে খেলেছি। কুমিল্লায় স্পেশালি যারা খেলেছে ইমরুল-তামিম, আমরা ওদের সঙ্গেই কথা বলছি। চেষ্টা করছি যতটুকু তথ্য জানা যায়।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads