• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
আর্জেন্টিনার চমক দিবালা-ইকার্দি

আর্জেন্টিনার চমক পাওলো দিবালা

ইন্টারনেট

ফুটবল

আর্জেন্টিনার চমক দিবালা-ইকার্দি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৬ মে ২০১৮

রাশিয়া বিশ্বকাপের জন্য ৩৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ জর্জ সাম্পাওলি। দলের চমক জুভেন্টাসের পাওলো দিবালা ও ইন্টার মিলানের মাউরো ইকার্দি। প্রাথমিক দলে আক্রমণভাগে ডাক পেয়েছেন আটজন। মেসির সঙ্গে আরো আছেন ইনজুরি আক্রান্ত সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েইন, ক্রিস্তিয়ান পাভোন, লতারো মাটিংনেজ, ডিয়েগো পেরেত্তি, পাওলো দিবালা ও মাউরো ইকার্দি।

বিশ্বকাপের চূড়ান্ত দলে দিবালার জায়গা অনেকটা নিশ্চিত। কারণ মেসির সঙ্গে তার খেলার ধরন ও পজিশন একই। তবে মেসিকে গঞ্জালো হিগুয়েইনের ঠিক পেছনে খেলানোর পরিকল্পনা থাকলে ডান পাশের জায়গাটা দিবালা পেয়েও যেতে পারেন। এমনটাই জানিয়েছে আর্জেন্টিনার গণমাধ্যম।

৩৫ জনের স্কোয়াডে জায়গা হয়নি কার্লোস তেভেজ, ক্রানেভিতার এবং আটলেটিকো মাদ্রিদের অ্যাঞ্জেল কোরেয়ার। মিডফিল্ডারদের তালিকায় আছেন পিএসজির অ্যাঞ্জেল ডি মারিয়া। কিন্তু ডাক পাননি হাভিয়ের পাস্তোরো এবং টটেনহ্যামের এরিক লামেরা। চোট থাকলেও জায়গা করে নিয়েছেন লুকাস বিলিয়া।

গোলপোস্ট সামলানোর দায়িত্ব পেয়েছেন সার্জিও রোমেরো, উইলি কাবায়েরো, নাহুয়েল গুজমান ও ফ্রাঙ্কো আরমানি। কয়েক দিনের মধ্যে ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করবেন সাম্পাওলি।

আর্জেন্টিনা স্কোয়াড : গোলরক্ষক- সার্জিও রোমেরো, নাহুয়েল গুজমান, উইলি কাবায়েরো, ফ্রাঙ্কো আরমানি, ডিফেন্ডার- গ্যাব্রিয়েল মারকাদো, নিকোলাস ওতামেন্ডি, ফেদেরিকো ফাজো, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস রোহো, মার্কোস একুইনা, রামিরো ফিউনেস মরি, ক্রিস্টিয়ান আনসালদি, এদুয়ার্দো সাওভি ও গারমান পেজ্জেয়া, মিডফিল্ডার- হাভিয়ের মাসচেরানো, অ্যাঞ্জেল ডি মারিয়া, এভার বানেগা, লুকাস বিলিয়া, ম্যানুয়েল লানজিনি, জিও লো চেলসো, রিকার্দো সেঞ্চুরিয়ন, গুইদো পিজারো, লিয়ান্দ্রো পারেদেস, ম্যাক্সিমিলিয়ানো মেজা, এনজো পেরেজ, পাবলো পেরেজ ও রদ্রিগো বাত্তালিয়া এবং ফরোয়ার্ড- লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েইন, পাওলো দিবালা, মাউরো ইকার্দি, ক্রিস্তিয়ান পাভোন, লতারো মাটিংনেজ ও ডিয়েগো পেরেত্তি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads