• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
তিতির বিশ্বকাপ ব্রাজিল দল

শঙ্কা কাটিয়ে বিশ্বকাপ স্কোয়াডে ফিরেছেন নেইমার

ইন্টারনেট

ফুটবল

তিতির বিশ্বকাপ ব্রাজিল দল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৬ মে ২০১৮

ইনজুরি থেকে এখনো পুরোপুরি মুক্ত হননি বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমার। তা সত্ত্বেও কোচ তিতে ঘোষিত ২৩ সদস্যের ব্রাজিল বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত হয়েছেন পিএসজির এই তারকা। বার বার আলোচনায় এসেছে নেইমারের ইনজুরির বিষয়টি। পায়ের ইনজুরির কারণে ফেব্রুয়ারি মাস থেকে মাঠের বাইরেই রয়েছেন নেইমার।

রিও ডি জেনিরোতে এক সংবাদ সম্মেলনে তিতে জাতীয় দল ঘোষণা করেন। নেইমারের ফিটনেসই এখন দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিকে হাঁটুর ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ইতোমধ্যেই ছিটকে গেছেন অভিজ্ঞ রাইট ব্যাক দানি আলভেস। তার স্থানে ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার দানিলোকে ডাকা হয়েছে। এ ছাড়া কোরিনথিয়ান্সের ডিফেন্ডার ফাগনারও দলে জায়গা করে নিয়েছেন। ২০১৫ সালে ব্রাজিল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সদস্য হিসেবে তিতের সঙ্গে ফাগনারের পরিচয় আছে। বর্তমানে ইনজুরিতে থাকলেও রাশিয়ায় যাওয়ার জন্য তাকে সবুজ সঙ্কেত দিয়েছেন দলীয় চিকিৎসক রদরিগো লাসমার। আগামী ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট ফেবারিট ব্রাজিল তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে।

ব্রাজিল স্কোয়াড : গোলরক্ষক- এলিসন, ক্যাসিও ও এডারসন, ডিফেন্ডার- দানিলো, ফাগনার, মার্সেলো, ফিলিপে লুইস, মিরান্ডা, মারকুইনহোস, থিয়াগো সিলভা ও জেরোমেল, মিডফিল্ডার- কাসেমিরো, ফার্নান্দিনহো, পাউলিনহো, রেনাতো অগাস্তো, ফ্রেড, উইলিয়ান ও ফিলিপে কুতিনহো এবং ফরোয়ার্ড- নেইমার, গ্যাব্রিয়েল জেসুস, রবার্তো ফিরমিনো, ডগলাস কস্তা ও টাইসন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads