• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ম্যারাডোনার নয়া চাকরি

চাকরির চুক্তিপত্রে স্বাক্ষর করছেন দিয়েগো ম্যারাডোনা

ইন্টারনেট

ফুটবল

ম্যারাডোনার নয়া চাকরি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৭ মে ২০১৮

আর্জেন্টিনার ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনা নতুন চাকরি পেলেন। এবার ডাগআউট ছেড়ে পরিচালক বক্সে যাবেন ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক। বেলারুশ ক্লাব ডায়নামো ব্রেস্টের চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন তিনি।

ক্লাবটির পক্ষ থেকে এক টুইটার বার্তায় জানানো হয়, ৫৭ বছর বয়সী এই কিংবদন্তি ফুটবলার আগামী তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এবং রাশিয়া বিশ্বকাপের পর দায়িত্ব গ্রহণ করবেন। ম্যারাডোনা ক্লাবটির কৌশলগত উন্নয়নের বিষয়টি দেখাশোনা করবেন।

গত মাসে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ফুজাইরাহর কোচের দায়িত্ব পালন শেষ করেন ম্যারাডোনা। তার দল দ্বিতীয় ডিভিশন থেকে উন্নতি করতে না পারায় ক্লাবটি তার চুক্তির মেয়াদ বৃদ্ধি করেনি।

এর আগে আরব আমিরাতের আরেকটি ক্লাব আল-ওয়াসলের কোচের পদে এক বছর দায়িত্ব পালন করেন গত শতাব্দীর সেরা গোলের মালিক। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলেরও কোচের দায়িত্ব ছিলেন সাবেক বার্সেলোনা ও নাপোলি ফরোয়ার্ড।

বেলারুশিয়ান প্রিমিয়ার লিগে অষ্টম স্থানে আছে পোল্যান্ড সীমান্তের নিকটবর্তী ব্রেস্ট শহরভিত্তিক ফুটবল ক্লাব ডায়নামো। আগামী শনিবার বেলারুশিয়ান কাপের ফাইনালে বেইট বরিসভের মুখোমুখি হবে তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads