• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ক্রেসপোর ধারণা ভুল প্রমাণিত

আর্জেন্টিনার সাবেক ফুটবল তারকা হারনান ক্রেসপো

ইন্টারনেট

ফুটবল

ক্রেসপোর ধারণা ভুল প্রমাণিত

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৭ মে ২০১৮

রাশিয়া বিশ্বকাপের জন্য ৩৫ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা কর্তৃপক্ষ। সবাইকে চমকে দিয়ে সেই দলে কোচ জর্জ সাম্পাওলি রেখেছেন মাউরো ইকার্দিকে। প্রাথমিক দলে ইকার্দির নাম থাকবে না ধরে নিয়েই ঠিক ২৪ ঘণ্টা আগে বিস্ফোরক মন্তব্য করেছিলেন আর্জেন্টিনার সাবেক তারকা হারনান ক্রেসপো। তার স্পষ্ট দাবি ছিল, লিওনেল মেসি কলকাঠি নাড়াতেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন আর্জেন্টিনার জাতীয় কোচ। যদিও শেষ পর্যন্ত ক্রেসপোর ভবিষ্যদ্বাণী ফলল না।

শুধু তাই নয়, ইকার্দির মতোই যার দলে থাকা নিয়ে সংশয় ছিল সেই হিগুয়েইনকেও নেওয়া হয়েছে। মেসির সঙ্গে আক্রমণে এই দুজন ছাড়াও রয়েছেন পাওলো দিবালা ও সার্জিও আগুয়েরো। তবে চূড়ান্ত দল ঘোষণার জন্য আরো কিছুদিন সময় নিয়েছেন সাম্পাওলি। একমাত্র তখনই বোঝা যাবে ইকার্দিকে রাশিয়ায় নিয়ে যাওয়া হবে কি না। ২৩ জনের দল ঘোষণার শেষ দিন ৬ জুন।

ক্রেসপো দল ঘোষণার আগেই ইতালির এক দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বলে বসেছিলেন, ‘আমার মনে হচ্ছে আর্জেন্টিনা দলে মেসির বন্ধুদের গোষ্ঠীতে জায়গা হয়নি ইকার্দির। এই গোষ্ঠীটাকে অনেকে বলে ম্যাজিক সার্কল। ঠিকই বলা হয়। আমি নিশ্চিত এই গোষ্ঠীতে নেই বলেই দুর্ভাগ্যবশত ইকার্দির মতো ফুটবলারকে রাশিয়া নিয়ে যাওয়া হবে না। রাশিয়াতে ওর মতো স্ট্রাইকারেরই আমাদের দরকার ছিল। এটা অবশ্য আমার ব্যক্তিগত মত। সাম্পাওলি আর মেসি নিশ্চয়ই অন্যরকম ভাবছে। কী আর করা যাবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads