• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
চেলসির শিরোপা

এফএ কাপের শিরোপা ট্রফি নিয়ে চেলসি খেলোয়াড়দের উল্লাস

ছবি : ইন্টারনেট

ফুটবল

চেলসির শিরোপা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২১ মে ২০১৮

স্বপ্ন পূরণ আন্তোনিও কন্তের। এফএ কাপ জিতে মৌসুম শেষ করতে চেয়েছিলেন চেলসি ম্যানেজার। শেষ পর্যন্ত তাই হলো। ওয়েম্বলিতে শনিবার ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ছয় বছর পর এফএ কাপ জেতালেন চেলসিকে।

ম্যানইউর বিরুদ্ধে প্রথমার্ধেই এগিয়ে যায় চেলসি। ২১ মিনিটে নিজেদের পেনাল্টি বক্সের মধ্যে ইডেন হ্যাজার্ডকে ফাউল করেন ম্যানইউ দলের ফিল জোন্স। সঙ্গে সঙ্গেই পেনাল্টির নির্দেশ দেন রেফারি মাইকেল অলিভার। গোল করতে ভুল করেননি হ্যাজার্ড। ৬৭ শতাংশ বলের দখল রেখেও অবশ্য ঘুরে দাঁড়াতে ব্যর্থ পল পগবারা। ওই গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

ম্যাচের পর হতাশ ম্যানইউ ম্যানেজার জোসে মরিনহো বলেছেন, ‘এফএ কাপ জয়ের জন্য চেলসিকে অভিনন্দন। কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, যোগ্য দল হিসেবে ওরা চ্যাম্পিয়ন হয়নি। আমাদেরই জেতার কথা ছিল। ওরা তো পুরো ম্যাচটাই রক্ষণাত্মক খেলল। তাই হারলেও আমি হতাশ নই।’ মরিনহোর মতে- রোমেলু লুকাকু ও মারুয়ান ফেলাইনির না খেলাটাই পার্থক্য গড়ে দিয়েছে। তিনি বলেছেন, ‘পুরো ম্যাচে আমাদের গোলরক্ষক  ডেভিড ডি গিয়াকে কোনো কঠিন বল ধরতেই হয়নি। ম্যাচের নিয়ন্ত্রণও আমাদের দখলেই ছিল। তবু জিততে পারলাম না।’

চেলসির জয়ের নায়ক ও ম্যাচের সেরা হ্যাজার্ডও মেনে নিয়েছেন রক্ষণাত্মক খেলার কথা। তিনি বলেছেন, ‘গোল না খাওয়াই আমাদের প্রধান লক্ষ্য ছিল। আমাদের মনে হয়েছিল, এই ম্যাচে একটা গোলই যথেষ্ট। তাই গোল হওয়ার পরেই রক্ষণ শক্তিশালী করে খেলেছি।’ মিডফিল্ডার সেস ফ্যাব্রেগাস বলেছেন, ‘এই মৌসুমটা আমাদের একেবারেই ভালো যায়নি। তাই ভীষণভাবেই এফএ কাপ জিততে চেয়েছিলাম। আমাদের সেই লক্ষ্য পূরণ হয়েছে।’ তবে চেলসি সমর্থকদের প্রতি এখনো একই রকম দুর্বল মরিনহো। ম্যাচের আগেই তিনি বলেছেন, চেলসি সমর্থকদের এখনো ভালোবাসি। ওদের মধ্যে কেউ কেউ উত্তেজনার বশে আমার বিরুদ্ধে মন্তব্য করলেও আমি কোনো দিন ওদের ঘৃণা করিনি, করবও না।’

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads