• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
জিদান-পুত্রের অভিষেকে পয়েন্ট হারাল রিয়াল

জিদান পুত্রের অভিষেকটা মধুর হলো না

সংরক্ষিত ছবি

ফুটবল

জিদান-পুত্রের অভিষেকে পয়েন্ট হারাল রিয়াল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২১ মে ২০১৮

রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক হলো দলটির কোচ জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানের। শনিবার বাবার হাত ধরে প্রথমবারের মতো সিনিয়র দলের হয়ে খেলতে নামেন। শুরুতে তার পারফরম্যান্স ছিল সন্তোষজনক। তবে ম্যাচের শেষের দিকে অনভিজ্ঞতা পষ্ট হয়। ১৫ মিনিটের ব্যবধানে দুই গোল হজম করেন। তাতে পয়েন্ট হারায় রিয়াল মাদ্রিদ। লা লিগা মৌসুমে নিজেদের শেষ ম্যাচে ভিয়ারিয়ালের সঙ্গে ড্র করে ২-২ গোলে।

আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। শিরোপা ধরে রাখার সঙ্গে রেকর্ড গড়ার লক্ষ্য রিয়ালের। তাই দলের নিয়মিত গোলরক্ষক কেইলর নাভাসকে এদিন বিশ্রাম দেওয়া হয়। বিস্ময় জাগিয়ে অভিষেক হয় লুকার। গ্যারেথ বেল ও রোনালদো প্রথমার্ধে দলকে এগিয়ে দেন। জয়ের স্বপ্ন জাগিয়ে তোলেন। ম্যাচটিতে জিততে পারলে এবার দ্বিতীয় হয়ে মৌসুম শেষ করার সম্ভাবনা থাকত। কিন্তু সেটি হলো না। এবার তৃতীয় স্থানে থেকে লিগের লড়াইয়ে ইতি টানল গতবারের চ্যাম্পিয়নরা।

এদিকে ঘরের মাঠে ড্র দিয়ে মৌসুম শেষ করে ভিয়ারিয়াল। লিগে পঞ্চম স্থানে থেকে আগামী মৌসুমে ইউরোপা লিগের টিকেট নিশ্চিত করে। শীর্ষ চারে তেমন কোনো হেরফের নেই। বার্সেলোনা ও আটলেটিকো মাদ্রিদ শীর্ষ দুটি স্থানে আছে। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের টিকেট নিশ্চিত হয়েছে চতুর্থ স্থানে থাকা ভ্যালেন্সিয়ার।

ভিয়ারিয়ালের মাঠে খেলার ১১ মিনিটে রিয়াল মাদ্রিদকে লিড এনে দেন গ্যারেথ বেল। খেলার ৩২ মিনিটে মার্সেলোর ক্রস থেকে পাওয়া বল হেড করে জালে জড়িয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লস ব্লাঙ্কোসরা। তবে ম্যাচের ৭০ মিনিটে মার্টিনেজ একটি গোল শোধ করে দেন। ৮৫ মিনিটে কাস্তিলেজো লুকা জিদানকে একা পেয়ে পরাস্ত করেন। তাতে সমতায় ফেরে স্বাগতিকরা। আর গোল না হওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads