• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
কোস্টারিকা ও ক্রোয়েশিয়ার দল ঘোষণা

ক্রোয়েশিয়ার বিশ্বকাপ স্কোয়াড

ইন্টারনেট

ফুটবল

রাশিয়া বিশ্বকাপ

কোস্টারিকা ও ক্রোয়েশিয়ার দল ঘোষণা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৩ মে ২০১৮

রাশিয়া বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করছে দলগুলো। কিছুটা দেরিতে হলেও বিশ্বকাপে নিজেদের ২৩ সেনানীর নাম প্রকাশ করেছে গতবারের চমক কোস্টারিকা। দলকে নেতৃত্ব দেবেন ব্রায়ান রুইজ। ব্রাজিল বিশ্বকাপেও দলকে নেতৃত্ব দিয়েছিলেন ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার। এছাড়া দলে রয়েছেন আর্সেনালের সাবেক স্ট্রাইকার জোয়েল ক্যাম্পবেল। আছেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক কেইলর নাভাস।

কোস্টারিকার ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড

গোলরক্ষক : কেইলর নাভাস, প্যাট্রিক পেমবেরটন, লিওনেল মোরিরা

রক্ষণভাগ : ক্রিশ্চিয়ান গাম্বোয়া, ইয়ান স্মিথ, রোনাল্ড মাতারিতা, ব্রায়ান ওভিডো, অস্কার ডুয়ার্ট, জিয়ানকার্লো গঞ্জালেস, ফ্রান্সিস্কো ক্যালভো, কেন্ডাল ওয়াটসন, জনি আকস্তা।

মধ্যমাঠ : ডেভিড গুজমান, ইলেৎসিন টেজেদা, সেলসো বরগেস, র্যান্ডাল অ্যাজোফেইফা, রোডনি ওয়ালেস, ব্রায়ান রুইজ, ড্যানিয়েল কলিড্রেস, ক্রিশ্চিয়ান বোলানোস।

আক্রমণভাগ : জোহান ভেনেগাস, জোয়েল ক্যাম্পবেল, মার্কো ইউরেনা।

একই ধারাবাহিকতায় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে ক্রোয়েশিয়া। প্রত্যাশিত সবাই জায়গা পেয়েছেন ২৪ সদস্যের দলে।

 

ক্রোয়েশিয়ার ২৪ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক : দানিজেল সুবাসিচ, লোভরে কালিনিচ, ডোমিনিক লিভাকোভিচ।

রক্ষণভাগ : ভেদরান করলুকা, দোমাগোজ ভিদা, ইভান স্ট্রাইনিচ, দেজান লভরেন, সিমে ভ্রসালজকো, জসিপ পিভারিক, টিন জেদভাজ, মাতেজ মিতোভিচ, দুজে স্যালেতা-কার।

মধ্যভাগ : লুকা মডরিচ, ইভান রাকিটিচ, ম্যাতিও কোভাকিচ, মিলান বাদেলজ, মার্সেলো ব্রোজোভিচ, ফিলিপ ব্রাদারিচ।

আক্রমণভাগ : মারিও মানজুকিচ, ইভান পেরিচিক, নিকোলা কালিনিচ, আন্দ্রেজ ক্রামারিচ, মার্কো পিজাকা ও আন্তে রেবিচ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads