• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বিশ্বকাপের থিম সং ‘লাইভ ইট আপ’

বিশ্বকাপের থিম সং ‘লাইভ ইট আপ’

সংরক্ষিত ছবি

ফুটবল

বিশ্বকাপের থিম সং ‘লাইভ ইট আপ’

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৬ মে ২০১৮

বিশ্বকাপ ফুটবলে ভক্ত-সমর্থকদের বাড়তি আকর্ষণ থাকে অফিসিয়াল থিম সং নিয়ে। চাহিদানুযায়ী বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা গতকাল প্রকাশ করেছে রাশিয়া বিশ্বকাপের থিম সং ‘লাইভ ইট আপ’। এবারের অফিসিয়াল থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন হলিউড অভিনেতা উইল স্মিথ, নিকি জ্যাম ও কসোভোর ইরা ইউট্রেফাই। আর গানটি পরিচালনা করেছেন বিশ্বের অন্যতম সেরা ডিজে এবং গীতিকার ডিপলো। ইংলিশের পাশাপাশি স্প্যানিশ ভাষাতেও প্রকাশিত হয়েছে রাশিয়া বিশ্বকাপের থিম সং। এর আগে ফিফার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কোকা-কোলা ‘কালাস’ নামে তাদের থিম সংটি প্রকাশ করেছিল।

অন্যবার বেশ আগে থিম সং প্রকাশ করা হয়ে থাকে। কিন্তু এবার একটু সময় নিয়ে অফিসিয়াল সংটি প্রকাশ করা হলো। সবকিছু ঠিক থাকলে আগামী ৭ জুন থেকে গানটির অফিসিয়াল মিউজিক ভিডিও বাজারে পাওয়া যাবে। এ ছাড়া ঐতিহ্য অনুযায়ী বিশ্বকাপের ফাইনালের দিন ১৫ জুলাই রাশিয়ার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে প্রায় ৮০ হাজার সমর্থকের সামনে থিম সংটি পরিবেশন করবেন কণ্ঠ দেওয়া তিন শিল্পী।

১৯৬২ সাল থেকে বিশ্বকাপে থিম সংয়ের প্রচলন শুরু হয়। এর পর থেকে প্রতিটি বিশ্বকাপেই শান্তির বারতা ছড়িয়ে দেওয়ার উদ্দশ্যে অফিসিয়াল থিম সং প্রকাশ করে থাকে ফিফা। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের অফিসিয়াল থিম সং গেয়েছিলেন পপ তারকা শাকিরা। তার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। এরপর ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের থিম সং ‘ওলে ওলে’তে (উই আর ওয়ান) কণ্ঠ দিয়েছিলেন জেনিফার লোপেজ ও পিটবুল।

আগামী ১৪ জুন থেকে রাশিয়ার ১২টি ভেন্যুতে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের মহাযজ্ঞ। দীর্ঘ এক মাসের প্রতিযোগিতার মধ্যে দিয়ে ১৫ জুলাই পর্দা নামবে একুশতম বিশ্বকাপ আসরের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads