• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
বিশ্বকাপ ধরে রাখতে মরিয়া জার্মানির সোনালি প্রজন্ম

বিশ্বকাপ ধরে রাখতে মরিয়া জার্মানির সোনালি প্রজন্ম

সংগৃহীত ছবি

ফুটবল

বিশ্বকাপ ধরে রাখতে মরিয়া জার্মানির সোনালি প্রজন্ম

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৭ মে ২০১৮

বিশ্বকাপ ট্রফি ধরে রাখতে যারপরনাই মরিয়া জার্মানি। ব্রাজিলের সর্বোচ্চ পাঁচবারের বিশ্বকাপ জয়ের রেকর্ডে ভাগ বসানোর লক্ষ্যে অবিচল ও অটল বর্তমান চ্যাম্পিয়নরা। যেকোনো মূল্যে শিরোপা নিজেদের করে রাখতে চায় কোচ জোয়াকিম লো’র শিষ্যরা। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বিশ্বকাপের শেষ সময়ের প্রস্তুতি সেরে নিচ্ছে ইতালির সাউথ টাইরোলে। অনুশীলনের মাঠেই লো জানিয়ে দিলেন তার দলের আকাঙ্ক্ষাটা চার বছর আগের মতো এখনো উঁচু, ‘টুর্নামেন্ট শেষে জার্মানির সোনালি প্রজন্মের ভাগ্যে কী জুটবে তা আমি জানি না। বিশ্বকাপটা নাও আসতে পারে। কিন্তু বিশ্বকাপ জয়ের জন্য সব খেলোয়াড় এখন যারপরনাই তেজোদীপ্ত।’

জার্মান ফুটবলারদের মনে আগে থেকেই বিশ্বকাপ জয়ের ক্ষুধা ও উচ্চাকাঙ্ক্ষা গেথে গেছে। এমনকি বিশ্বচ্যাম্পিয়ন ফুটবলারদের মধ্যেও তা আছে। তাই খেলোয়াড়দের মাঝে নতুন করে উদ্দীপনা বা আকাঙ্ক্ষা সৃষ্টির প্রয়োজন মনে করেন না ফুটবল গুরু লো। তবে অধিনায়ক ম্যানুয়েল নয়ার, ডিফেন্ডার জেরোম বোয়েটেং ও মিডফিল্ডার মেসুত ওজিলের চোট নিয়ে চিন্তার কালো মেঘ জমেছে জার্মানির আকাশে। তবে ফিটনেসহীন বা অনুশীলনে যোগ না দেওয়া কাউকে দলে নিয়ে ভুল করতে চান না ৫৮ বছরের লো।

১৭ জুন মস্কোতে মেক্সিকোর বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে বিশ্বকাপ জয়ের লড়াইয়ে অন্যতম ফেবারিট জার্মানি। ‘এফ’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ সুইডেন ও দক্ষিণ কোরিয়া। তবে রাশিয়া আসরে তাদের পথচলা মোটেই সহজ হবে না। ১৫ জুলাই লুঝনিকি স্টেডিয়ামের ফাইনালে ফিরতে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে জার্মানিকে। তা অকপটে স্বীকার করে নিলেন লো, ‘আমরা সবাই অসাধারণ কিছু করার স্বপ্ন দেখে যাচ্ছি। কিন্তু দল একটা বিষয়ে সতর্ক যে কঠিনতম বিশ্বকাপ অপেক্ষা করছে সামনে। কারণ আমরা অন্য দলের শিকারে পরিণত হতে পারি। যেকোনো দল আমাদের বিপক্ষে জিততে পারে এবং আমাদের ব্যাকফুটে রেখে উদযাপনে মেতে উঠতে পারে। শুরুর দিন থেকে পরিষ্কার একটি লক্ষ্য নিয়ে মিশন শুরু করলেই কেবল রাশিয়ার মাটিতে আমরা ঠিকে থাকতে পারব।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads