• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
বিশ্বকাপে অনিশ্চিত সালাহ!

সালাহর চোট গুরুতর

এপি

ফুটবল

বিশ্বকাপে অনিশ্চিত সালাহ!

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৮ মে ২০১৮

আগামী মাসে অনুষ্ঠিতব্য রাশিয়া বিশ্বকাপে খেলতে পারবেন না মিসরের তারকা মোহাম্মদ সালাহ। ইজিপশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সৌদি আরব ক্রীড়া কর্তৃপক্ষের চেয়ারম্যান তুর্কি আল শেখ এমন দাবি করেছেন।

শনিবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে কাঁধে চোট নিয়ে অশ্রুসিক্ত নয়নে মাঠ ছাড়েন লিভারপুলের তারকা মোহাম্মদ সালাহ। খেলার ২৮ মিনিটে তার বাহু জাপটে ধরে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার সার্জিও রামোস ফেলে দিলে মারাত্মক চোট পান।

ম্যাচ শেষে লিভারপুল কোচ জার্গেন ক্লপ দাবি করেন যে, সালাহর চোট গুরুতর। এক্সরে রিপোর্টের পর জানা যায় ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের কাঁধের হাড় সরে গেছে।

মিসরের ফুটবল সংস্থা শনিবার রাতেই এক টুইটার বার্তায় আশা ব্যক্ত করে যে, সালাহ বিশ্বকাপে খেলতে পারবেন। তারা লিভারপুলের ডাক্তারের সঙ্গে টেলিফোনে কথা বলার বরাত দিয়ে জানায়, সালাহর কাঁধের লিগামেন্ট মচকে গেছে। ফলে রাশিয়া বিশ্বকাপে তাকে পাওয়ার সম্ভাবনা আছে।

তবে সালাহর কাঁধের চোট সারতে কতদিন লাগবে সেটা এখনো স্পষ্ট নয়। ২০১০-১১ মৌসুমে লিভারপুলের সাবেক ডিফেন্ডার জেমি কারাঘের একই সমস্যার কারণে দু’মাস মাঠের বাইরে ছিলেন। ফলে সালাহর ক্ষেত্রেও সেটা ঘটলে বিশ্বকাপে খেলা হবে না তার।

আর ফেসবুকে তুর্কি আল শেখ বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে আমাদের বৃহৎ আরবের তারকা মোহাম্মদ সালাহ চোটের কারণে দুই মাস মাঠের বাইরে থাকবেন। ফলে তিনি বিশ্বকাপ খেলতে পারবেন না।’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি, লিভারপুলও সালাহকে কোরটিসোন (এক ধরনের হরমোন) নিতে দেবে না। কারণ এটি একজন খেলোয়াড়ের জন্য বিপজ্জনক। ক্লাবটি চাইবে দুই মাস মেয়াদ সম্পূর্ণ করেই সে মাঠে ফিরুক। দুর্ভাগ্যজনক হলেও এর অর্থ মোহাম্মদ সালাহকে আমরা বিশ্বকাপে দেখব না।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads