• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
শিষ্যদের প্রশংসায় জিদান

রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান

সংরক্ষিত ছবি

ফুটবল

শিষ্যদের প্রশংসায় জিদান

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৯ মে ২০১৮

বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারদের তালিকায় অবশ্যই থাকবে তার নাম। এবার তাকে রাখতে হবে বিশ্বের সেরা কোচদের তালিকায়। সাবেক ফরাসি ভিম্ব তারকা জিনেদিন জিদানই প্রথম কোচ, যিনি টানা তিনবার ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগ জিতলেন। স্যার অ্যালেক্স ফার্গুসন, হোসে মরিনহো, রাফা বেনিতেজ, পেপ গার্দিওলা, কার্লো আনচেলোত্তির মতো নামি-দামি কোচদেরও এই কৃতিত্ব নেই।

কীভাবে এলো এই সাফল্য? স্ট্র্যাটেজি নিয়ে অতিরিক্ত কথা বলা একেবারেই অপছন্দ জিদানের। ফর্মেশন নিয়েও পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে নারাজ তিনি। শুধু জানেন, কীভাবে ফুটবলারদের থেকে সেরা পারফরম্যান্স সহজে বের করে আনা যায়। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে বছরের পর বছর স্বমহিমায় থাকার ফলে জিদান খুব ভালোই বোঝেন ফুটবলারদের মনোভাব। কার কোথায় ঘাটতি বা কাকে কোন পজিশনে খেলালে দলের লাভ- তা অনেকের থেকেই ভালো জানেন এই ফরাসি কিংবদন্তি। এই প্রসঙ্গে সাবেক ফুটবলার জর্জ ভালদানো বলেছেন, ‘জিদানের ম্যান ম্যানেজমেন্ট অসাধারণ। তাছাড়া রিয়াল মাদ্রিদের প্রতি ওর মতো কমিটমেন্ট খুব কম কোচের মধ্যেই দেখেছি। হামেস রডরিগেজের মতো ফুটবলারকে ছেড়ে দিতে তাই জিদান দু’বার ভাবেনি। সবচেয়ে বড় কথা, অনুশীলনে ও যেভাবে হাতে-কলমে রোনালদো-মডরিচদের দেখিয়ে দেয় তা তুলনাহীন।’

চ্যাম্পিয়নস লিগ জয়ের হ্যাটট্রিকের পর জিদান অবশ্য যাবতীয় কৃতিত্ব দিয়েছেন ফুটবলারদেরই। তার বক্তব্য, ‘প্রত্যেককে আন্তরিক অভিনন্দন। যে কঠিন কাজ ফুটবলাররা সহজে করে দেখিয়েছে তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। এই সাফল্যে আমি অভিভূত। কতটা খুশি তা বলে বোঝানো সম্ভব নয়। অনেকেই জানতে চাইছেন এই সাফল্যের রহস্য। এ রকম প্রতিভাসম্পন্ন স্কোয়াড পাওয়া ভাগ্যের ব্যাপার।’

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads