• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
হত্যার হুমকি!

লিভারপুল গোলরক্ষক লরিস কারিয়াস

সংরক্ষিত ছবি

ফুটবল

হত্যার হুমকি!

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৯ মে ২০১৮

ভুলের মাশুল কী পরিমাণ পীড়াদায়ক হতে পারে হাড়ে হাড়ে টের পাচ্ছেন লরিস কারিয়াস। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনালে তার দুটি ভুলে স্কোর লাইনের ব্যবধান দাঁড়ায় ৩-১। চ্যাম্পিয়নস লিগের এমন হারে নির্ঘুম রাত কাটিয়েছেন লিভারপুল গোলরক্ষক। ক্ষমা চাইবার পরও তাকে খলনায়ক বানিয়েছেন অনেকে। এমনকি মেরে ফেলার হুমকিও দিয়েছেন কেউ কেউ!

শনিবারের ম্যাচের পর নির্ঘুম রাত কাটানোর প্রতিক্রিয়া টুইটারে জানিয়েছেন কারিয়াস। লিখেছেন, ‘এখন পর্যন্ত ঘুমাতে পারিনি। যা ঘটেছে সেগুলো বার বার মাথায় ভেসে উঠছে। আমি সতীর্থদের কাছে আবারো দুঃখ প্রকাশ করছি। একই সঙ্গে ভক্ত ও স্টাফদের কাছেও দুঃখ প্রকাশ করছি। আমি জানি দুটি ভুল করেছি, সবাইকে ছোট করেছি।’

কারিয়াসের আকুল আবেদনের আগেই তার পাশে থাকার ঘোষণা দিয়েছেন লিভারপুল কোচ জার্গেন ক্লপ। যদিও কিছু ভক্ত এমন ভুলকে ক্ষমার অযোগ্য বলে মনে করছেন। ব্রিটিশ কিছু গণমাধ্যমের দাবি- কিছু ভক্ত প্রাণনাশের হুমকি দিয়েছেন কারিয়াসকে। এমন ঘটনার তদন্ত করছে মারসিসাইড পুলিশ। তারা বিবৃতিতে জানিয়েছে, ‘সোশ্যাল মিডিয়ার এমন পোস্ট গুরুত্বের সঙ্গেই নেওয়া হচ্ছে। প্রাণনাশের হুমকিগুলো তদন্ত করা হচ্ছে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads