• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
স্পেন দল খুবই আত্মবিশ্বাসী

এই মুহূর্তে দল খুবই আত্মবিশ্বাসী

ইন্টারনেট

ফুটবল

স্পেন দল খুবই আত্মবিশ্বাসী

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ৩০ মে ২০১৮

বর্তমান প্রজন্মের সব থেকে বর্ণময় মিডফিল্ডারকে দেখবে রাশিয়া। আন্দ্রে ইনিয়েস্তা। বার্সেলোনার হয়ে যিনি শেষ ম্যাচ খেলে ফেলেছেন এবং খেলবেন তার শেষ বিশ্বকাপ। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, গভীর আত্মবিশ্বাস ও বড় লক্ষ্য নিয়েই তারা রাশিয়া যাচ্ছেন। তার সাক্ষাৎকারের চুম্বক অংশ তুলে ধরা হলো-

প্রশ্ন : ২০০৮ থেকে ২০১২। আপনার ক্যারিয়ারের সেরা সময়?‌

ইনিয়েস্তা :‌ সবসময়েই বিশ্বাস করে এসেছি, আমাকে উন্নতি করতে হবে। হ্যাঁ, অসাধারণ একটা সময় কেটেছে ওই কয়েক বছর। বার্সেলোনা এবং স্পেনের হয়ে। দুটো চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি। আর দেশের হয়ে একমাত্র বিশ্বকাপের শিরোপা লাভ করি।

প্রশ্ন : ২০১৪ সালে স্পেনের পারফরম্যান্স কতটা হতাশাজনক ছিল?‌

ইনিয়েস্তা :‌ সত্যি বলতে কী, আমাদের দক্ষতা অনুযায়ী সেরাটা খেলতে পারিনি। কোনোভাবেই ক্লিক করেনি। প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছিলাম আমরা। যেহেতু আগেরবারের চ্যাম্পিয়ন ছিলাম, উচিত ছিল ভালো খেলা। অথচ আমাদের শুরুটাই ছিল বিশ্রী। এককথায় বিপর্যয় বলা যায়। হল্যান্ডের কাছে ১-৫ ব্যবধানে হার। তারপর আবার চিলির কাছে হার ০-২ ব্যবধানে।

প্রশ্ন : এবারো কিন্তু স্পেনকে অন্যতম ফেবারিট ধরা হচ্ছে।

ইনিয়েস্তা :‌ আমরা ভালো খেলেছি। দলে অনেক নতুন প্লেয়ার আছে। সঙ্গে আছে অভিজ্ঞরাও। একটা দারুণ বন্ধন রয়েছে দলে। নতুন কোচের অধীনে আমরা কঠিন গ্রুপ থেকে কোয়ালিফাই করেছি। ইতালিকে হারিয়েছি। গ্রুপে একটা ম্যাচও হারিনি আমরা। এই মুহূর্তে দল খুবই আত্মবিশ্বাসী।

প্রশ্ন : আপনি ইতোমধ্যেই ঘোষণা করেছেন, এই বিশ্বকাপই আপনার শেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা। নিশ্চয়ই আরো একটি বিশ্বকাপ জিতে অবসরের চিন্তা করছেন।

ইনিয়েস্তা :‌ আগে যা বলেছিলাম, এটাই আমার শেষ প্রতিযোগিতা। দেশের জার্সি গায়ে আগেও সাফল্য পেয়েছি। রাশিয়ার বিশ্বকাপ খুব ভালো কাটুক, আমরা সবাই তা চাইছি।

প্রশ্ন : আপনার বন্ধু লিওনেল মেসি। তিনি কিন্তু প্রথমবার ট্রফি জেতার জন্য মরিয়া।

ইনিয়েস্তা :‌ দেখুন, ফুটবলে কেউই একা ট্রফি জিততে পারে না। গোটা দলের পূর্ণ সহযোগিতা দরকার। মেসিকে ভালো খেলতে হলে পাশে দলকে পেতে হবে। আবার উল্টোটাও সত্যি। ফুটবল তো আর টেনিস নয়। আপনি কিছুই একা একা করতে পারবেন না। যাই হোক, বরাবরের মতোই সে দারুণ ফর্মে আছে। তবে মেসি যেন অবশ্যই মনে রাখে যে, আমরাও রাশিয়া যাচ্ছি বিরাট লক্ষ্য নিয়ে!‌‌‌

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads