• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
প্রীতি ম্যাচে আর্জেন্টিনার জয়

লিওনেল মেসির হ্যাটট্রিকে জয় পেল আর্জেন্টিনা

ইন্টারনেট

ফুটবল

মেসির হ্যাটট্রিক

প্রীতি ম্যাচে আর্জেন্টিনার জয়

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ৩১ মে ২০১৮

বার্সেলোনা সুপার স্টার লিওনেল মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপের আগে স্বস্তির জয় পেল আর্জেন্টিনা। মঙ্গলবার বুয়েন্স আয়ার্সে ক্যারিবিয়ান অঞ্চলের পুঁচকে দল হাইতিকে ৪-০ গোলে হারায় হোর্হে সাম্পাওলির শিষ্যরা।

গত মার্চে স্পেনের বিপক্ষে ৬-১ গোলের লজ্জা পায় আর্জেন্টিনা। সেই দলের পাঁচজন খেলোয়াড় হাইতির বিপক্ষে একাদশে সুযোগ পান। একাদশে ফেরেন মেসি-ডি মারিয়া। তাতে দলের চেহারা যেন পাল্টে যায়। র্যাঙ্কিংয়ে ৫ নম্বরে থাকা দলটির সঙ্গে পাত্তাই পায়নি র্যাঙ্কিংয়ে ১০৮ নম্বরে থাকা হাইতি।

দীর্ঘদিন ধরে সমালোচনা ছিল মেসি জাতীয় দলের জার্সি গায়ে ভালো খেলতে পারেন না। কিন্তু সেটি ভুল প্রমাণিত করলেন। এদিন হ্যাটট্রিক করায় দেশের হয়ে ১২৪ ম্যাচে তার গোল সংখ্যা এখন ৬৪। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোলের সূচনা করেন মেসি। বিরতির পর করেন দুই গোল। আর খেলা শেষ হওয়ার আগে সার্জিও অ্যাগুয়েরার গোলেও অবদান রাখেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। বিপরীতে আর্জেন্টিনার গোলপোস্টে একটি শটও নিতে পারেননি সফরকারীরা।

এদিন জাভিয়ের মাশ্চেরানোর জন্য অন্য রকম একটি দিন ছিল। আর্জেন্টিনার হয়ে জাভিয়ে জানেত্তির সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে ভাগ বসান তিনি। খেলা শুরুর আগে সেটিকে স্মরণীয় করে রাখতে ১৪৩ নম্বর জার্সি তুলে দেওয়া হয় সাবেক অধিনায়ককে।

আগামী ১৪ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। অনেক বিতর্কের জন্ম দিলেও ইসরাইলের মাটিতে আগামী সপ্তাহে খেলবেন মেসিরা।

রাশিয়ার মাটিতে গ্রুপ পর্বে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়ার বিপক্ষে খেলবে ২০১৪ বিশ্বকাপের রানার্স আপ দল। তার আগে আত্মবিশ্বাস চাঙ্গা করল তারা। হাইতির বিপক্ষে ম্যাচ শুরু থেকেই আক্রমণ চালায়। গোলের দেখা পায় খেলার ১৭ মিনিটে। লো সেলসোকে ফাউল করেন হাইতি ডিফেন্ডার রিকার্ডো এডি। ফলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেটি গোলে পরিণত করেন মেসি।

একের পর এক আক্রমণ চালালেও বিরতির আগে আর গোল করতে পারেনি আর্জেন্টিনা। ম্যাচের ৫৮ মিনিটে দলের লিডবে ডাবলে নিয়ে যান মেসি। এবার লো সেলসির হেড করা বল ফিরিয়ে দেন গোলরক্ষক। সেটি টোকা দিয়ে জালে পাঠান বার্সা তারকা। ৬৬ মিনিটে তিনি হ্যাটট্রিক পূর্ণ করেন। স্বাগতিকরা এগিয়ে যান ৩-০ গোলে।

ম্যাচের ৬৯ মিনিটে আর্জেন্টিনার শেষ গোলটি করেন বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা ম্যানচেস্টার সিটির তারকা সার্জিও অ্যাগুয়েরো। এই গোলটিতেও অবদান রাখেন মেসি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads