• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

সংবাদ সম্মেলনে ফ্রান্সের সাবেক তারকা খেলোয়ার জিদান

ছবি : খেলাধূলা বিষয়ক ওয়েবসাইট মার্কা

ফুটবল

রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছাড়লেন জিদান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৩১ মে ২০১৮

রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব থেকে সড়ে দাঁড়ালেন ফ্রান্স ও দলটির সাবেক তারকা খেলোয়াড় জিনেদিন জিদান। বৃহস্পতিবার সান্তিয়াগো বার্নাব্যুতে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলন জিদান বলেন, ‘পরবর্তী মৌসুম থেকে রিয়ালের কোচ হিসেবে আমি আর থাকছি না। ক্লাবটিকে আমি ভীষণ ভালোবাসি আর এ কারণেই রিয়ালে কোচ হিসেবে দায়িত্ব পালন করতে আমি আর ইচ্ছুক নই।’

ইউক্রেনের কিয়েভে চলতি সপ্তাহে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদকে ১৩তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দেন জিদান।

২০১৬ সালের ৪ জানুয়ারি দায়িত্ব রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নেন জিদান।  এরপর তার অধীনে মোট ১৪৯টি ম্যাচে মাঠে নেমেছে রিয়াল।  এর মধ্যে জিতেছে ১০৪টি ম্যাচে, পরাজিত হয়েছে ২৯টিতে আর ড্র হয়েছে ১৬টি ম্যাচ। ফরাসি এই তারকার অধীনে তিন মৌসুমে মোট নয়টি শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads