• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
রাশিয়া দলে রয়েছে ড্রাগ গ্রহণকারী খেলোয়াড়!

রাশিয়া দলে রয়েছে ড্রাগ গ্রহণকারী খেলোয়াড়!

সংরক্ষিত ছবি

ফুটবল

রাশিয়া দলে রয়েছে ড্রাগ গ্রহণকারী খেলোয়াড়!

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০২ জুন ২০১৮

রাশিয়ার বিশ্বকাপ দলে একজন ড্রাগ গ্রহণকারী খেলোয়াড় রয়েছে বলে দাবি করেছেন মস্কো অ্যান্টি-ডোপিং ল্যাবরেটরির সাবেক প্রধান গ্রিগরি রোদচেনকোভ। রাশিয়ার ৩৪ জন ফুটবলারের বিরুদ্ধে পারফরম্যান্স বর্ধক মাদক গ্রহণের অভিযোগ তোলা হয়। তাদের নামের তালিকা প্রকাশে গোপনে রোদচেনকোভ সাহায্য করেন। সেই তালিকায় থাকা একজন ফুটবলার নাকি রাশিয়ার বিশ্বকাপ দলে রয়েছেন।

তিনি বলেন, ‘বিশ্বকাপে যারা খেলবে তাদের নাম আমি দেখেছি। সেখানে একজনের নাম ড্রাগ গ্রহণকারীদের তালিকায় ছিল।’ যথেষ্ট প্রমাণ না থাকায় গত সপ্তাহে রাশিয়ান ফুটবলারদের বিরুদ্ধে ডোপিং তদন্তে ইতি টানে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তদন্ত বন্ধে ফিফার সিদ্ধান্তের সঙ্গে বিশ্ব ডোপিং প্রতিরোধ এজেন্সি (ওয়াডা) একমত হয়েছে।

ম্যাকল্যারেন রিপোর্ট হাতে পাওয়ার পর রাশিয়ার ৩৪ জন খেলোয়াড়ের বিরুদ্ধে তদন্তে নামে ফিফা। ওই রিপোর্টে দাবি করা হয়েছিল যে, ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে ৩০টি খেলার ১০০০ অ্যাথলেট রাষ্ট্রীয় মদতে ডোপ গ্রহণ করে।

২০১৬ সালে অ্যান্টি-ডোপিং ল্যাবরেটরির পদ ছেড়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান রোদচেনকোভ। তখন তিনি রাশিয়ার ডোপিং কর্মসূচির বিষয় নিয়ে কথা বলেন। বৃহস্পতিবার তিনি যুক্তরাষ্ট্র থেকে একটি ভিডিও লিংকের মাধ্যমে মুখোশ পরে কথা বলেন। তার দাবি রাশিয়ান ফুটবল ইউনিয়ন (আরএফইউ) প্রেসিডেন্ট ভিতালি মুক্তো তাদের ফুটবলারদের বিষয়টি এড়িয়ে যেতে নির্দেশ দেন।

মুক্তো ২০১৭ সালে আরএফইউ থেকে পদত্যাগ করেন। রাষ্ট্রীয় মদতে ডোপ গ্রহণে তার জড়িত থাকার অভিযোগে তাকে আজীবনের জন্য অলিম্পিক থেকে নিষিদ্ধ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads